বুধবার ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৩
শিরোনামঃ
Logo ফতুল্লায় কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ-ঝানজটে ভোগান্তি জনগন Logo পুলিশ চেকপোস্টে তল্লাশির সময়ে পরিচয় জানতে চাওয়ায় পুলিশের ওপর হামলা-৫ পুলিশ সদস্য আহত-আটক ২ Logo জলঢাকায় কম্বল বিতরণ করতে গিয়ে নারীর সম্ভ্রমহানী,থানায় অভিযোগ করায়, ভুক্তভোগী পরিবার বাড়ি ছাড়া। Logo সাইবার অপরাধ রুখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, একাধিক সচেতনতা শিবির গড়লেন Logo ৮০০ বছর আগে খোঁজ পাওয়া যায়, কপিলমুনি সিদ্ধিনাথ রূপে পাঁশকুড়া যেখানে গুপ্ত সাধনা করেছিলেন। Logo আন্দোলনে ছাত্রদের পাশে থেকে ত্বরান্বিত করে খুনী হাসিনার পতন ঘটিয়েছি: টিপু Logo নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-ফুল দিয়ে বরণ করেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। Logo কক্সবাজারে পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করে পুলিশ Logo ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে আমরা সে কলম ভেঙে দেবো। ফ্যাসিবাদের পক্ষে যে মিডিয়া কথা বলবে সে মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে-আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ Logo ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী ৫০ হাজার টাকা ঘুষ সহ গ্রেফতার করে -দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ভারতীয় হিন্দি সিনেমার সুপারহিট এ অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিন।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৪, ২০২১, ১০:১০ অপরাহ্ণ
  • ২১৩ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

নগর সংবাদ।।ননদের ছেলে মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই দুবাই গিয়েছিলেন তিনি। কিন্তু আর ফেরা হল না তার মুম্বাইয়ে। কফিনবন্দি হয়ে ফিরে এসেছিল শ্রীদেবীর দেহ।

ভারতীয় সিনেমার সুপারহিট এ অভিনেত্রী ছবি হয়ে গেলেন ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি। দুবাইয়ের জুমেরা হোটেলে নিজের ঘরেই বাথটাবে ডুবে মৃত্যু হয় সুপারস্টার শ্রীদেবীর।

দেখা হয়নি বড় মেয়ে জাহ্নবীর নায়িকা হয়ে ওঠা।

তিনি ছিলেন হিন্দি সিনেমার প্রথম নারী সুপারস্টার।  ১৩ আগস্ট তার জন্মদিন। এদিনে প্রিয় তারকাকে ভালোবাসা শ্রদ্ধায় স্মরণ করছেন তার ভক্তরা।

তামিলনাড়ুতে ১৯৬৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন শ্রীদেবী। বাবা ছিলেন একজন আইনজীবী। এক বোন ও দুই সৎভাই নিয়ে যৌথ পরিবারে দক্ষিণী আদর্শে বেড়ে ওঠা তার।

মাত্র চার বছর বয়স থেকে অভিনয় করেছেন শ্রীদেবী। আর আট বছর বয়সে, ১৯৭১ সালে মালায়লাম সিনেমা ‘পুমবাতা’য় অভিনয়ের জন্য তিনি সেরা শিশু অভিনেত্রীর পুরস্কার পান। এরপর পঞ্চাশ দশকের অভিনয়জীবনে তিনি ৩০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে ‘মিস্টার ইন্ডিয়া’, ‘চাঁদনি’, ‘চালবাজ’, ‘তোফা’, ‘গুমরাহ’, ‘মাওয়ালি’, ‘নাগিনা’ ও ‘সদমা’ অন্যতম।

তামিল সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করা শ্রীদেবী দক্ষিণ ভারতকেও বঞ্চনা করেননি। রজনীকান্ত, কমল হাসান থেকে শুরু করে চিরঞ্জীবী- সবার সঙ্গেই কাজ করেছেন চুটিয়ে।

১৯৯৭ সালে শ্রীদেবীর ‘জুদাই’ সিনেমা মুক্তি পাওয়ার পর এই বৈচিত্র্যময় অভিনেত্রী চলচ্চিত্রশিল্পকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন। কিন্তু ২০১২ সালে ‘ইংলিশ-ভিংলিশ’ সিনেমার মাধ্যমে আবার চলচ্চিত্রজগতে ফিরে আসেন। ১৫ বছর পর সেই নির্বাসন ভেঙে ফিরে এসে পান ‘ভারতের মেরিল স্ট্রিপ’ খেতাব। ২০১৭ সালে সর্বশেষ তাকে ‘মম’ সিনেমায় দেখা গেছে।

অনেকেই হয়তো জানেন না সেই নব্বই দশকেই প্রায় ১ কোটি টাকা পারিশ্রমিক নিতেন শ্রীদেবী।

হিন্দি চলচ্চিত্রে যে কজন অভিনেত্রী পুরুষ সহকর্মীর সহায়তা ছাড়াই বক্স অফিসে ঝড় তুলতে পেরেছিলেন, তাদের মধ্যে শ্রীদেবী অন্যতম। একটা সময় তাকে বলা হতো বলিউডের ‘নারী অমিতাভ বচ্চন’। ওই সময় তিনি শাসন করতেন বলিউডের দুনিয়া।

পুরুষ দর্শকের মতো নারী দর্শকের হৃদয়ে ঝড় তুলতেন তিনি। তার মতো হলদে বা নীল শিফন শাড়ি জড়িয়ে আঁচল ছড়িয়ে দিয়ে ছবি তুলতেন স্টুডিওতে গিয়ে।

অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রেম করেছেন ক্যারিয়ারের মধ্যগগনে৷ কিন্তু সে সম্পর্ক স্থায়ী হয়নি৷ শ্রীদেবী বিয়ে করেন প্রযোজক বনি কাপুরকে৷ সেই সংসারে জাহ্নবী ও খুশি নামের দুই কন্যা আছে শ্রীদেবীর৷

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell