মনিপুরের জঘন্যতম ঘটনার প্রতিবাদে এবং মালদা ও কোচবিহারের ঘটনাকে একত্রিত করে , আজ সারা ভারত অগ্রগামী মহিলা সমিতি প্রতিবাদ মিছিল ও সভা করলেন ।
কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ 2রা আগস্ট বুধবার ,দুপুর আড়াইটায়, সারা ভারত অগ্রগামী মহিলা সমিতি, সারা ভারত যুবলীগ , সারা ভারত ছাত্র ব্লকের যৌথ উদ্যোগে ,মনিপুরের জঘন্যতম দুর্ঘটনা ও মালদা কোচবিহারে যেভাবে একের পর এক ঘটনা ঘটে চলেছে ,তাহার প্রতিবাদে ,সেন্ট্রাল এভিনিউ থেকে ধর্মতলা লেনিন মূর্তির সামনে পর্যন্ত ,একটি মিছিল ও সভা করলেন। প্রায় দেড়শ থেকে 200 কর্মীরা, শুধু তাই নয় ধর্মতলা কে সি দাসের সম্মুখে রাস্তা গুলি তারা বেশ কিছুক্ষণের জন্য অবরোধ করে দেন,
হাতে হাতে চেন সিস্টেমের মাধ্যমে, সভার মধ্য দিয়ে তারা বলেন, আড়াই মাস ধরে মনিপুরে জাতি দাঙ্গা ও নারকীয় নৃশংসতায় শতাধিক মানুষের হত্যার সঙ্গে, আদিবাসী রমণীদের বিব্রস্ত করে রাস্তায় হাঁটিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করার প্রতিবাদে এবং আমাদের রাজ্যেও মালদা, কোচবিহার সহ সমস্ত নারী নির্যাতনের বিরুদ্ধে ,
এছাড়াও পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে ভোট লুঠ, গণনায় কারচুপি, সন্ত্রাসের প্রতিবাদে, আজকের এই মিছিল ও সভা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, শুধু সাধারণ পরিবারের নিরীহ মানুষদেরই খুন করেননি একজন গণমান্য ব্যক্তিরও বউকে রাস্তায় যেভাবে অত্যাচার করা হয়েছে, এটা কোনদিন বাঙালি সমাজে মেনে নেওয়া যায় না, অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে দোষীদের শাস্তির দিতে হবে, কেন এত টালবাহানা, কেন্দ্রীয় সরকারের নিজের দেশে এই ধরনের ঘটনা নিন্দনীয়, এমনকি রাজ্য যেভাবে দিনে দিনে খুন রাহাজানি ঘটে চলেছে আমরা তার ধিক্কার জানাই। এবং দোষীদের শাস্তি চাই, যতদিন না দোষীদের শাস্তি হবে ততদিন সারাদেশে এইভাবে আন্দোলন চলবে।