আজ ৫ই জানুয়ারী শুক্রবার, ঠিক দুপুর একটায়, ই এম বাই পাস সংলগ্ন, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এর অডিটরিয়ামে, ক্লিকের হাত ধরে, জয়দীপ ব্যানার্জী পরিচালিত এবং ফিল্মস এন্ড ফ্রেমস প্রযোজিত , ওয়েব সিরিজ রাজা রানী রোমিওর গ্র্যান্ড ওপেনিং হল। এবং সকল দর্শকদের মন জয় করল, এই গ্র্যান্ড ওপেনিংয়ে উপস্থিত ছিলেন, ক্লিক পরিবার এবং অভিনেতা-অভিনেত্রী, ও অন্যান্য অতিথিবৃন্দ, সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে ,আজকের এই ওয়েব সিরিজের শুভ সূচনা
, আজকের ওয়েব সিরিজ রাজা রানী রোমিও , হল ভর্তি দর্শক ও সিনেমা প্রেমীদের মুগ্ধ করেছে, গল্পটিতে রয়েছে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ সব নিয়েই দর্শকদের আলাদা অনুভব সৃষ্টি করেছে, যেভাবে দর্শকরা ছবিটি দেখতে দেখতে উল্লাসিত এবং হাততালির পর হাততালি, তাতে পরিষ্কার হয়ে গেছে দর্শকদের মন এই ওয়েব সিরিজে কতটা জয় করতো,
তারা বলেন সত্যি পরিচালক যেভাবে গল্পটি সাজিয়েছেন এবং ছবিটি তৈরি করতে জায়গাটি বেছে নিয়েছেন আমরা মুগ্ধ হয়েছি ছবিটি দেখে। এবং যেভাবে অভিনেতা-অভিনেত্রী এবং সকল শিল্পীরা অভিনয় দক্ষতাকে তুলে ধরেছেন , আমরা সত্যিই অভিভূত হয়ে গেছি ছবিটি দেখে। তবে ক্লিকের প্রতিটি ওয়েব সিরিজ যেমন দেখার মত তেমনি ঘটনাগুলিও মনে গেঁথে যায়,
এই ওয়েব সিরিজে যারা অভিনয় করেছেন,, তাহাদের মধ্যে আছেন, অর্পণ ঘোষাল , স্বীকৃতি মজুমদার, জয়জীৎ ব্যানার্জী, জিত সুন্দর,কৌশানি মুখোপাধ্যায়, জিত দাস, রাতাশ্রী দত্ত, চিত্রনাট্য পরিচালনায় জয়দীপ ব্যানার্জী ,