তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালনায়, সংগীত মেলা ও বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব শেষ হলো ।
শম্পা দাস,সম্পাদক,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
১লা জানুয়ারী সোমবার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি বিভাগের পরিচালনায় ২৫শে ডিসেম্বর বড়দিন থেকে যে তিনটি উৎসব পালিত হচ্ছিল, রবীন্দ্র সদন চত্বরের একতারা মঞ্চে, মোহর কুঞ্জে, রবীন্দ্রসদনের মুক্তমঞ্চে এবং গগনেন্দ্র প্রদর্শন শালায় ১লা জানুয়ারী পর্যন্ত,
সংগীত মেলা, পৌষ উৎসব এবং বিশ্ববাংলা লোক সংস্কৃতি উৎসব তাহার সমাপ্তি হলো ১লা জানুয়ারী রাত নটায়, একই সাথে শেষ হলো গগনেন্দ্র প্রদর্শনশালায়, বাংলা আদিবাসী হস্তশিল্প মেলা চলছিল সেটিও, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুধু রবীন্দ্রসদন চত্বরে এই সংগীত মেলার আয়োজন নয়, চলছিল বিভিন্ন ক্লাব এবং মঞ্চে,
সেগুলিও আজ সমাপ্তি হল, মাননীয় তথ্য সংস্কৃতি বিভাগের মন্ত্রী ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে। ও তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে। পঁচিশে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারী একটা আলাদা পরিবেশ সৃষ্টি হয়েছিল, রবীন্দ্রসদনের বিভিন্ন চত্বরে, সংগীত প্রেমী থেকে শুরু করে,
কবি, সাহিত্যিক ,নাট্যকার এবং খাদ্য রসিক মানুষেরা এই সকল মেলায় উপস্থিত হয়ে আলোকিত করে রেখেছিলেন এবং বিভিন্ন শিল্পীরা তাদের মঞ্চে সংগীত পরিবেশন করেছেন। মানুষকে উৎসাহিত করেছেন,
আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলেন, এই অনুষ্ঠান প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত চলেছে, ঠান্ডার মধ্যেও দর্শকেরা এতোটুকু বিচলিত হননি, সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান উপভোগ করেছেন, শুধু তাই নয় ,
সংগীত প্রেমীদের জন্য আলাদা একটি কম্পিটিশন সংগীতের মঞ্চ রাখা হয়েছিল, যেখানে নিত্য নতুন ছেলেমেয়েরা সেই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন ।
এছাড়াও গগনেন্দ্র প্রদর্শনশালায় একটি আদিবাসী হস্তশিল্পেরও আয়োজন করা হয়েছিল ,যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে তৈরী জিনিস তুলে ধরা হয়েছে।