আজ ২রা জানুয়ারী মঙ্গলবার, ঠিক সকাল সাড়ে ১১ টায়, ৫০০০০ হাজার শূন্য পদ ২০২২, প্রাথমিক টেট পাশদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে, শিয়ালদা বিগ বাজারে সামনে জমায়েত হন বঞ্চিত চাকরি প্রার্থীরা এবং সেখান থেকে মিছিল ও ভিক্ষভ দেখাতে দেখাতে তারা ধর্ম তলায় প্রবেশ করেন, কয়েকশ ইন্টারভিউ বঞ্চিত প্রার্থীরা, তাদের প্রত্যেকের হাতেই ছিল থালা বাটি গ্লাস চামচতাদের একটাই দাবী অবিলম্বে ইন্টারভিউ ডেট চাই, যতক্ষণ না আমাদের দাবি মেনে না নেবেন আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব,
তাহারা বলেন ছয় বছরের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাতে আজ তারা পথে নেমেছেন, এবং সারা রাস্তায় তারা কাশি থালা বাজাতে বাজাতে যখন ধর্মতলার দিকে প্রবেশ করেন তার অনেক আগে থেকেই প্রশাসনের লোক ধর্মতলা চত্বর ব্যারিকেড করে দেন হাতে হাত ধরে। যাতে কোনো রকম ভাবে কেউ রাস্তার মধ্যে বসে না পড়েন এবং বিক্ষোভ না করেন,
যত মিছিল ধর্মতলার দিকে এগিয়ে আসে প্রশাসনের লোকজন সতর্ক দৃষ্টি আকর্ষণ করেন এবং আস্তে আস্তে, মিছিল কে ব্যারিকেডের মধ্যে ঢুকিয়ে দেন , তাদেরকে ধর্মতলা দড়িনা ক্রসিং থেকে সরিয়ে, কিছুটা দূরে মেট্রো চ্যানেলের কাছে নিয়ে যান, এবং সেখানেই তারা বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন, তাহারা বলেন কোথায় গেল বছরে দুবার ইন্টারভিউ হওয়ার কথা, কিন্তু আজও ইন্টারভিউ হলো না আর কত ভাওতা দেবেন আর আমাদেরকে এইভাবে পথে বসিয়ে রাখবেন আর আমরা এই ভাওতাই পা দেব না অবিলম্বে আমাদের ইন্টারভিউ ডেট দিতে হবে এবং চাকরিতে নিয়োগ করতে হবে, তাদের কয়েকজন প্রতিনিধি দল সল্টলেক গ্লাস ভবনে যান এবং তারা বলেন যতক্ষণ না আমাদের প্রতিনিধি এখানে ফিরে আসবেন আমরা এখানে বিক্ষোভ চালিয়ে যাব।
দেখি প্রশাসনের লোক আমাদের কি করে, এতগুলো বছর আমাদের নষ্ট করে দিয়েছে আর না, মিছিলের প্রথম ভাগে থালা বাটি মধ্যে বিভিন্ন স্লোগান তারা লিখে রাখেন। এবং এর মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ও শিক্ষা মন্ত্রীকে বঞ্চনা করতে থাকেন, ইন্টারভিউ এর প্রার্থীরা বলেন
আমাদের বাবা-মা বহু কষ্ট করে পড়াশোনা করিয়েছে আর সেই পড়াশোনা করেও আজ আমরা রাস্তায় তাও সরকারের টনক নড়ে না এবার আমরা বুঝিয়ে দেবো আমাদের লড়াই।, তারা শ্লোকের মধ্য দিয়ে জানান,,,, ভাতের লড়াইয়ে আজ রাস্তায়.. চাকরি চেয়ে হাজতবাস…. খালি পেটে অন্নের লড়াই ……ক্ষুধার জ্বালা বড় জ্বালা,…. নিয়োগ ছাড়া শুধু টেট. ভরবে বল খালি পেট ….পর্ষদ আজও শীতঘুমে ২০২২ স্টেট রাস্ত নামে…. অন্য চাই বাঁচতে চাই . .শিক্ষক নিয়োগ বিহার টপ, বাংলা কেন সুপার ফ্লপ । এইভাবেই শিক্ষা মন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রীকে তিরস্কার করলেন। এই মিছিল বৃক্ষের ফলে সারা রাস্তা যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়