কথা দিয়ে কথা রাখলেন ,প্রাপ্ত ভোটের সম সংখ্যক বৃক্ষরোপন করা, অভিনেতা ও সাংসদ দেবের।
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
আজ ৯ই জুন রবিবার,কথা দিয়েছিলেন ভোটের আগে অভিনেতা দেব, যত ভোটে জিতবেন , ততগুলি বৃক্ষরোপণ করবেন,কথা মতো শুরু হলো আজ থেকে বৃক্ষরোপণ, কথামতো নিজের ঘাটাল লোকসভা কেন্দ্র বৃক্ষরোপণের কাজ শুরু করলেন দীপক অধিকারী,
প্রাথমিক ভাবে তিনি নিজের লোকসভা কেন্দ্রে প্রায় দু’লক্ষ গাছ লাগাবেন। প্রসঙ্গত ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তিনি যত ভোট পাবেন , তত গাছ লাগাবেন।
তার লোকসভার ও সাতটি বিধানসভা এলাকায়, নির্বাচনে জয়লাভ হওয়ার আগেই, দেব এর তরফে গাছের চারা কেনার জন্য নার্সারীতে বরাত দেওয়ার কাজ শুরু করে দিয়েছিলেন তৃণমূল নেতৃত্বরা। দেব ভোট পেয়েছেন ৮ লক্ষ ৪১ হাজার ১৯৫ টি, বিজেপি থেকে তার ব্যবধান রয়েছে ১ লক্ষ ৮২ ,৮৬৮ টি, প্রকাশিত হয়েছে, পাঁচ দিন হয়ে গিয়েছে,
এবার নিজের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করলেন দেব। প্রথমে তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের উচিতপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন। এ ব্যাপারে তিনি বলেন ঘাটাল লোকসভায় সাতটি বিধানসভা কেন্দ্রে আজ রবিবার বৃক্ষরোপণ করব প্রথমে সবং এ ৬০০ গাছ বৃক্ষরোপণ করা হয়েছে
। এরপর তিনি বলেন আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম, যতগুলো ভোট পাব তত গাছ লাগাবো, তবে জয়ের পর সিদ্ধান্ত বদল করলেন অভিনেতা সাংসদ দেব। তিনি যতগুলো ভোট পেয়েছেন ততগুলো নয়, বরং যত সংখ্যায় ভোট পড়েছে ঘাটাল লোকসভায় ততগুলি বৃক্ষরোপণ করবেন বলে জানালেন দেব।
প্রথম দিনের টার্গেট অনুযায়ী ১০ হাজার গাছ লাগাবেন, ধাপে ধাপে সেই সংখ্যা ১৫ লক্ষ্যে পৌঁচাবে বলে তিনি সাংবাদিকদের জানান।, সঙ্গে উপস্থিত ছিলেন সবং জেলার মন্ত্রী মানস ভূঁইয়া। দেবের সাথে সবং এর বিভিন্ন জায়গায় গাছের চারা লাগানো সহযোগীতা করেন ও দেবকে উৎসাহিত করেন।