নগর সংবাদ।।আন্তর্জাতিক ভালোবাসা দিবস। একই সঙ্গে আজ বাংলাদেশের ষড়ঋতুর একটি বসন্ত। তাই ভালোবাসা দিবসের পাশাপাশি বসন্তবরণ করছেন বাঙালিরা। এর সঙ্গে ‘ফুল’ নামক উপকরণটাও অঙ্গাঙ্গীভাবে জড়িত। ফুল দিয়ে ভালোবাসার মানুষটিকে শুভেচ্ছা জানানোর রেওয়াজে মেতে ওঠেন অনেকে।
তাই এ দিনে ফুলের চাহিদাও বেড়ে যায় কয়েকগুণ। বেড়ে যায় দামও। ফুলকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের ফুটপাতগুলোতে ফুলের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। একই সঙ্গে স্থায়ী ফুল ব্যসায়ীরাও নতুন করে বিভিন্ন রকমের ফুল দিয়ে দোকান সাজিয়েছেন। ফুলপ্রেমী সব বয়সের মানুষই ভিড় করছেন এসব দোকানে।
এসব দোকানে মূলত গোলাপের চাহিদা থাকলেও পাশাপাশি বিক্রি হচ্ছে গাঁদা, রজনীগন্ধা, জিপসি, চেরি, গ্লাডিওলাস। তবে যেখানে ১০ থেকে ১২ টাকায় একটি গোলাপ বিক্রি হয় সাধারণ সময়ে সেখানে এখন প্রকারভেদে প্রতিটি গোলাপের দাম রাখা হচ্ছে ৫০-১০০ টাকা। এর মধ্যে লাল গোলাপ ৫০ টাকা আর সাদা গোলাপ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্য ফুলের দামও রাখা হচ্ছে ইচ্ছেমতো।
এ বিষয়ে রাজ পুষ্পালয়ের মালিক মো.রাজু বলেন, আমাদের ফুলগুলো ১৫ দিন আগে থেকে বুক করে রাখতে হয়। এই দিনগুলোতে ফুলের চাহিদা অনেক বেশি থাকে। যে কারণে আমাদের কিনতেই হয় অনেক বেশি টাকা দিয়ে।
শহরের বঙ্গবন্ধু সড়কের একটি দোকানে ফুল কিনতে এসে রাজিব দাস। তিনি বলেন, এবারের ফুলের দাম অনেক বেশি রাখা হচ্ছে। একটি সাদা গোলাপের দাম জিজ্ঞাসা করলাম তারা বললো ১০০ টাকা। তবে লাল গোলাপের দাম চাইছে ৫০ টাকা।
অস্থায়ী ফুল বিক্রেতা রুবেল বলেন, এবার আমাদেরও ফুল কিনতে হয়েছে অনেক বেশি টাকা দিয়ে। অন্য বছর ৮০০ টাকা দিয়ে ১০০ ফুল কেনা যেতো। এবার সেটা সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। সঙ্গে আরও আনুষঙ্গিক খরচ রয়েছে। আমাদের আসলে কিছু করার থাকে না।