ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ২০ জন নিহত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৩ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধুর সঙ্গে পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত (রাত ৯টা পর্যন্ত) ও অসংখ্য যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি নিহতদের পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেছেন। আরও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পণ্যবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একই সময় ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধু। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় পণ্যবাহী ট্রেনটি। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। তাৎক্ষণিক ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিভাগের আরও খবর...