নগর সংবাদ | মোঃ জাহিদুল ইসলাম চৌধুরী || যারা AstraZeneca (Covishield) ভ্যাক্সিনের ১ম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন SMS এর জন্য অপেক্ষা করতেছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে ২য় ডোজ গ্রহণ করুন। উল্লেখ্য, SMS না আসলেও টিকা গ্রহন করতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপতির মাধ্যমে এ খবর প্রকাশ করে।