ময়মনসিংহে বিপুল পরিমাণ নেশার ইনজেকশনসহ মহিলা মাদককারবারী গ্রেফতার।
ময়মনসিংহ প্রতিনিধি।।
যাত্রীবাহী বাস তল্লাশী মাদক উদ্ধার গ্রেফতার ১ ০৮/০৮/২০২৫ ইং তারিখ বিকাল ১৬.০০ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনির সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালী মডেল থানাধীন বলাশপুর এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশী করে মোছাঃ শান্তা আক্তার(২১), স্বামীঃ মিলন হোসেন, পিতাঃ মৃত আব্দুর রহমান, মাতাঃ রোকেয়া খাতুন
, সাং- উত্তর গোপালপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে ৯৯০ এ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেফতার করা হয়। অতঃপর উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।