 
								 
												 পার্টির জেলা কমিটির সদস্য কমরেড নাসির হোসেন, কমরেড সুনীল দত্ত, মোঃ কমরেড ওমর ফারুক নাছির। এসময়ে অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মৈত্রীর জেলা সংগঠক যুবনেতা সাইফুল ইসলাম , বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা সংগঠক ছাত্রনেতা মোহাম্মদ আয়ান আহমেদ শুভ, জেলা নারী মুক্তি সংসদের সংগঠক নারীনেত্রী আসমা রশিদ , রোমানা আক্তার প্রমুখ। এসময়ে নেতৃবৃন্দ বলেন – ৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালে যে সকল গোষ্ঠী এর সরাসরি বিরোধিতা করেছে (যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত ) আজ তারা রাষ্ট্র সংস্কারের নামে স্বাধীনতা – সার্বভৌমত্বের উপর সুকৌশলে আঘাত হানবার পায়তারায়রত ; এসকল অপকৌশল রুখে দাঁড়ানোর জন্য সকল বাম – প্রগতিশীলদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামের বিকল্প নেই উল্লেখ্য করে নেতৃবৃন্দ আরো বলেন এই মূহুর্তে একটি বৃহৎ বাম বিকল্প গড়ে তুলতে সংকীর্ণতার পরিবর্তে আজ আমাদের আরো বেশি আন্তরিক হওয়া অতীব জরুরি।
পার্টির জেলা কমিটির সদস্য কমরেড নাসির হোসেন, কমরেড সুনীল দত্ত, মোঃ কমরেড ওমর ফারুক নাছির। এসময়ে অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মৈত্রীর জেলা সংগঠক যুবনেতা সাইফুল ইসলাম , বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা সংগঠক ছাত্রনেতা মোহাম্মদ আয়ান আহমেদ শুভ, জেলা নারী মুক্তি সংসদের সংগঠক নারীনেত্রী আসমা রশিদ , রোমানা আক্তার প্রমুখ। এসময়ে নেতৃবৃন্দ বলেন – ৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালে যে সকল গোষ্ঠী এর সরাসরি বিরোধিতা করেছে (যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত ) আজ তারা রাষ্ট্র সংস্কারের নামে স্বাধীনতা – সার্বভৌমত্বের উপর সুকৌশলে আঘাত হানবার পায়তারায়রত ; এসকল অপকৌশল রুখে দাঁড়ানোর জন্য সকল বাম – প্রগতিশীলদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামের বিকল্প নেই উল্লেখ্য করে নেতৃবৃন্দ আরো বলেন এই মূহুর্তে একটি বৃহৎ বাম বিকল্প গড়ে তুলতে সংকীর্ণতার পরিবর্তে আজ আমাদের আরো বেশি আন্তরিক হওয়া অতীব জরুরি।