রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:৩০
শিরোনামঃ
পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে-বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ ১১ টুকরো করে গুম করার চেষ্টা,ঘাতক স্বামীকে গ্রেফতার রাজধানীতে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা-৪ জন গ্রেফতার বাবা দীপক মেয়ে রাধিকাকে গুলি করে হত্যা চুয়াডাঙ্গা ঋণের টাকা পরিশোধ করতে না পারায় অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রাখার অভিযোগ কলকাতার অক্সফোর্ড বুক স্টোরে শুভ সূচনা হলো, লেখক দেবাশীষ ভৌমিকের – চতুর্থ বই,” ফার্স্ট ডে আট ওয়ার্ক “ নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রসেনজিৎ তিন ভাই বোন এক সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ,যমজ দুই ভাই একই রেজাল্ট

মাকে ছাড়া এবারই প্রথম জন্মদিন কাটছে পূজা চেরীর 

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২০, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ
  • ১৪৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

মাকে ছাড়া এবারই প্রথম জন্মদিন কাটছে পূজা চেরীর

ঢাকাই সিনেমার এ সময়ের চিত্রনায়িকা পূজা চেরী। মঙ্গলবার (২০ আগস্ট) তার জন্মদিন।

২০০০ সালে এই দিনে খুলনার গাজিরহাটে জন্মগ্রহণ করেন তিনি। প্রকৃত নাম জয়িতা রায় পূজা হলেও সবার কাছে পূজা চেরী নামেই পরিচিত এই নায়িকা।

 

তবে এবারের জন্মদিনে বিষাদ ঘিরে রেখেছে পূজাকে। কারণ, মাকে ছাড়া এবারই প্রথম জন্মদিন কাটছে এই ঢালিউড কন্যার। প্রয়াত মায়ের উদ্দেশে সামাজিকমাধ্যমে একটি খোলা চিঠি লেখেন পূজা।

জন্মদিনের প্রথম প্রহরে তিনি লেখেন, মা, এই প্রথম তোমাকে ছাড়া আমার জন্মদিন এসে গেল। খুব করে মনে পড়ছে গত বছরের কথা।

যোগ করে পূজা লেখেন, তোমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, কিন্তু আমি মন খারাপ করে তোমার সঙ্গে একটু উচ্চস্বরে বলে উঠলাম- ‘সবার মা কিছু না কিছু করে, তুমি তো আমার জন্য পায়েশও বানাচ্ছো না। ’ তুমি সেই দুর্বল শরীর নিয়ে আমার জন্য পায়েশ বানিয়ে নিয়ে আসলে। যদিও পায়েশটা ভালোভাবে রান্না হয়নি। একটু চাল-চাল ছিল তারপরও বানিয়ে নিয়ে এসেছিলে তো, এটাই অনেক। কিন্তু মামুনি এইবারও যে সেই একই পায়েশ খেতে ইচ্ছে করছে তোমার নিজ হাতে বানানো।

পূজা আরও লেখেন, কান্নায় চোখটা ভরে উঠছে। তুমি নেই ৬ মাস হলো। কতদিন তোমাকে দেখি না গো মামুনি। জানি না সৃষ্টিকর্তা আমাকে কতদিন বাঁচিয়ে রাখবে। তবে যতদিন এভাবে বেঁচে থাকব কীভাবে বুকে এই আটকে থাকা কষ্টকে দমিয়ে রাখব? তা তো সম্ভব না। তবে একটা কথা কি জানো? তুমি আজকে আমায় নতুন করে জন্ম দিলে। নতুন এক পূজা। যার কিনা একাই লড়াই করতে হবে।

পূজা আরো যোগ করেন, আমি জানি তুমি আমাকে দেখছ। তুমি সবসময় আমার পাশে আছ, তাইতো এখন পর্যন্ত কোনো কালোছায়া আমাকে ঘিরে রাখতে পারেনি। তুমি তোমার কথা ঠিক রাখছ। এইবার আমার পালা। দেখবে তোমাকে দেওয়া কথা আমি ঠিকই রাখব। তোমার অস্তিত্ব কারও কাছে না থাকলেও আমার কাছে সবসময় থাকবে। তুমি আছ, আমার পাশেই আছ। এই যে আমি এত কথা লিখছি, আমি তো অনুভব করছি তুমি আমার পাশেই আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ।

আবেগঘন এমন খোলা চিঠির সবশেষ প্রান্তে এসে পূজা লেখেন, জন্মদিনে স্বার্থপরের মতো একটা কিছু চাইব মামুনি। এপারে তো নিজের রাখোনি, সবসময় আমার খেয়ালই করে গেছিলে। ওপারে অন্তত নিজের খেয়াল রেখ মামুনি। ভালো থেকো আমার লক্ষ্মী মামুনি। তোমার মেয়েটা আর কিছু লিখতে পারছে না চোখভর্তি জল চলে আসছে আর চোখটা ব্যথা করছে। অনেক ভালোবাসি।

প্রসঙ্গত, গেল ২৪ মার্চ প্রয়াত হয়েছেন অভিনেত্রী পূজা চেরীর মা ঝর্ণা রায়। মায়ের অনুপ্রেরণা ও উৎসাহেই চলচ্চিত্র জগতে হাতেখড়ি এই নায়িকার।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell