মাতা শ্রী শ্রী কল্যানেশ্বরী মন্দিরে প্রতিদিন দূর দূরান্ত থেকে মায়ের জাগ্রত মন্দিরে আসে পূজো দিতে মনের বাসনা পূর্ন করতে
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি, কলকাতা ব্যুরো””
শ্রী শ্রী কল্যানেশ্বরী মাতার মন্দির এই মন্দির দুর্গাপুরে অবস্থিত ১৩৭৭ সালে এই মন্দিরের প্রতিষ্ঠিত হয়. তখন বল্লাল সেনের রাজত্ব আমরা ঠাকুর মশায়ের মুখ থেকে জেনেছি যে
এই মন্দিরে কিভাবে মা এসেছিলেন আর কতটা জাগ্রত এমনকি পুরোহিত মশাই বলছেন যে এখানে যদি কোন পাথর বেঁধে দিয়ে যাওয়া হয় যার যা মনষ্কামনা তা পূরণ হয় প্রতিদিনই বাইরে থেকে যারা ঘুরতে আসেন
এছাড়াও এলাকার মানুষের ভিড় উপচে পরে প্রতিদিন মন্দিরে এছাড়াও শনি মঙ্গলবার মায়ের মন্দিরে প্রচুর ভক্তরা পুজো দিতে আসেন দূর দূরান্ত থেকে ।
মায়ের মন্দিরে অনেক কিছু তথ্য আছে যে মা কিভাবে এসেছে কিভাবে পুজো পেলেন আর সবথেকে বড় মহত্ত্বপূর্ণ ঘটনা হচ্ছে মন্দিরের যারা মনস্কামনা করেন। তাদেরকে মা খালি হাত পাঠান না তাদের মনষ্কামনা পূরণ করে।
এখানে প্রতিদিনই ওর সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং এখানে মায়ের সন্ধ্যা আরতি হয় এখানে প্রতিদিনই মায়ের ভোগ আয়োজন করা হয় এবং প্রতিটি ভক্তবৃন্দরা মায়ের ভোগ প্রসাদ পান । এটি দুর্গাপুরে বিখ্যাত মন্দির।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি, কলকাতা ব্যুরো””