নগর সংবাদ।।মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক বাবা।
কক্সবাজার শহরে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক বাবা। শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁচামিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বৃদ্ধের নাম আবদুর রহিম (৬০)। তার ছেলে আইয়ূব (২৮) এ হত্যাকাণ্ড ঘটান। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। আইয়ূবের স্ত্রী জোসনা বেগম বলেন, ‘আমি একটি এনজিওতে চাকরি করি। অফিস শেষ করে এসে বাসায় ঢুকে ফ্রেশ হয়ে বসেছি। এমন সময় আমার স্বামী আইয়ূব মাতাল অবস্থায় ঘরে ডুকে অহেতুক আমাকে মারধর শুরু করে। তখন আমার চিৎকারে শ্বশুর এগিয়ে আসেন। আমাকে মারধরে ছেলেকে বাধা দেয়। এতে আমার স্বামী উত্তেজিত হয়ে প্রথমে তার বাবাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। পরে ছুরি দিয়ে কান ও গলায় আঘাত করে। এতে আমার শ্বশুর মাটিতে পড়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয় ‘ তিনি বলেন, ‘সঙ্গে সঙ্গে হাসপাতালে আনা গেলে হয়তো ওনাকে বাঁচানো যেত। কিন্তু আমার মাতাল স্বামী রক্তাক্ত শ্বশুরকে দুই ঘণ্টা ধরে ঘটনাস্থল থেকে সরাতে দেয়নি। একসময় সে বেরিয়ে গেলে প্রতিবেশীদের সহযোগিতায় শ্বশুরকে নিয়ে হাসপাতালের পথে রওয়ানা দিলে পথেই তিনি মারা যান।’ জোসনা আরও বলেন, ‘শ্বশুর হত্যার বিচারের জন্য স্বামীর বিরুদ্ধে আমি মামলা করব।’ জানতে চাইলে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে ধরতে পুলিশের অভিযান চলছে।’