শনিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১১:২৮
শিরোনামঃ
Logo ডেভিল হান্টের আওতায় আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ৪২ জন গ্রেফতার Logo সরিষা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ছোট ভাই নিহত, বড় ভাই আহত Logo রাজধানীতে ৪৪ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে Logo ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু Logo মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক, মাতৃভাষার সঙ্গে সব মানুষের আত্মার সম্পর্ক-প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।। Logo কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০ ইউনিট। Logo একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা’য় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ Logo শুভমুক্তি পেলো বহু প্রতীক্ষিত OTT প্লাটফর্মে, ক্লিক সিরিজের FOLLOWERS. Logo মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুজন নিহত ও পাঁচজন গ্রেফতার

মানসিক অসুস্থতা মানেই পাগল নয়-প্রতিমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১০, ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ
  • ৩২১ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

মানসিক অসুস্থতা মানেই পাগল নয়-প্রতিমন্ত্রী

মানসিক স্বাস্থ্যসেবা মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে ‘মনের বন্ধু’ অ্যাপ চালু করা হয়েছে। এ অ্যাপটি দেশের ১৭ কোটি মানুষের উপকারে আসবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে অ্যাপটি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, মন যা চায়, তাই করতে হবে। মনের কথা শুনতে হবে। ‘মনের বন্ধু’ শব্দের মধ্যে একটা আবেগ আছে। মানসিক স্বাস্থ্যে আমাদের বিশ্বাস রাখতে হবে। পাশাপাশি আমাদের চিন্তা-চেতনাকে উন্নত করতে হবে, যা আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে।

প্রতিমন্ত্রী বলেন, মানসিক অসুস্থতা মানেই পাগল নয়। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে। ‘মনের বন্ধু’ অ্যাপ সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে গেছে। আশা করি, তা মানুষের মন ভালো রাখতে সাহায্য করবে। ‘মনের বন্ধু’ অ্যাপ ১৭ কোটি মানুষের উপকারে আসবে বলে আমার বিশ্বাস।

‘মনের বন্ধু’ অ্যাপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা বলেন, মনের বন্ধু একটি মানসিক স্বাস্থ্য সেবাকেন্দ্র। সব ধরনের মানসিক, সামাজিক, পারিবারিক সমস্যা, সংকোচ ও দ্বিধায় মানসিক সেবা দিয়ে থাকে ‘মনের বন্ধু’। ২০১৬ সাল থেকে আমাদের প্রশিক্ষিত অভিজ্ঞ মনোবিদেরা সব ধরনের গোপনীয়তা বজায় রেখে সেবা দেন। ‘মনের বন্ধু’ ওয়ান টু ওয়ান কাউন্সিলিং, মোবাইল ও ভিডিও কাউন্সিলিং, কর্মশালা, ফেসবুকের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকে।

তিনি বলেন, মানসিক সুস্থতা ও স্বাস্থ্যসেবার প্ল্যাটফর্ম ‘মনের বন্ধু’ ২০১৬ সাল থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। টেকসই লক্ষ্যমাত্রা (এসডিজি) নিশ্চিত করার লক্ষ্যে দেশের সব নাগরিকের জন্য সহজ ও সাশ্রয়ী মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় এ প্ল্যাটফর্মে। অভিজ্ঞ ও বিশেষজ্ঞ মনোবিদ ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রায় ৩১ হাজার মানুষকে সরাসরি ও অনলাইন কাউন্সিলিং সেবা দিয়েছে। পাশাপাশি গত পাঁচ বছরে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ ও সচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে ১২ লাখ মানুষকে মানসিক স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে যুক্ত করেছে। সেইসঙ্গে অনলাইনে ৪০ লাখ মানুষকে প্রাথমিক সেবা দিয়েছে।

তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, দেশ-বিদেশে ‘মনের বন্ধু’ আরও কাজ করবে। আইডিয়া প্রজেক্ট থেকে ফান্ড পেয়ে ‘মনের বন্ধু’ আজ এতদূর এসেছে। এটি আমাদের জন্য গর্বের। আমরা চাই, তারা আমাদের সঙ্গে সবসময় কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, স্মার্টনেস মানে ভালো পোশাক নয়। স্মার্ট মানে মনে-জ্ঞানে, বুদ্ধিতে ও চিন্তায় উন্নত হওয়া। অন্যের আনন্দে নিজেকে সামিল করতে হবে। এতে নিজের দুঃখ-কষ্ট ভুলে থাকা যায়। সবসময় হাসিমুখে থাকার চেষ্টা করতে হবে। জীবনে ভালো মন্দ যা-ই আসুক না কেন, সত্যকে গ্রহণ করতে হবে। জীবন অনেক সুন্দর। তাই আমাদের প্রতিটি দিন উপভোগ করতে হবে।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, মনের বন্ধুর অ্যাপ উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন থেকে সবার হাতের মুঠোয় পাওয়া যাবে। এর মাধ্যমে মনের বন্ধু মানসিক স্বাস্থ্যসেবার পাশাপাশি সবাইকে মন ভালো রাখতে সাহায্য করবে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এখন মনের বন্ধুর সেবা পাওয়া যাবে অ্যাপের মাধ্যমে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell