মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নে খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরের চালে ওজনে কম দেওয়ায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ধলাগাঁও বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল জুনায়েদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় প্রতিষ্ঠানটির ডিলারশিপ বাতিল করা হয়।
ইউএনও হোসাইন আল জুনায়েদ জানান, ১৫ টাকা কেজি দরে কার্ডধারী ক্রেতাদের কাছে ৩০ কেজি করে ভিজিএফের চাল বিক্রির কথা থাকলেও অনেক ক্রেতাদের চাল কম দেওয়া হচ্ছিল। অথচ ঠিকই ৩০ কেজির দাম নেওয়া হচ্ছিল। এ অপরাধে মেসার্স কবির হোসেন এন্টারপ্রাইজের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে প্রতিষ্ঠানটির ডিলারশিপ বাতিল করা হয়।