বুধবার ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১:০৫
শিরোনামঃ
Logo রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান Logo নীলফামারীতে থাই ও ভিসা চক্রের সদস্যদের হাতে সাংবাদিক লাঞ্ছিত ও কোর্টে মামলা দায়ের Logo নানা চড়াই–উতরাই পেরিয়ে অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। Logo সেনকো গোল্ড এর পরিচালনায়, বার্ষিক আর্ট শিল্প প্রদর্শনীর শুভ সূচনা হতে চলেছে Logo আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ এর বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার Logo খানসামায় নবাগত ইউএনওর দায়িত্ব গ্রহণ Logo রংপুরে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ অধিদপ্তরের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা Logo মিরপুর ১০ নম্বরে মোটরসাইকেলের গ্যারেজে অগ্নিকাণ্ড Logo সৈয়দপুরে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা Logo যুবদল নেতা মুশফিকুর রহমান “ফাহিম” দাঁড়িয়েছেন দুস্থ অসহায় মেহনতি মানুষের পাশে

মুসলিমের জন্য তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা অবৈধ-মহানবী হজরত মুহাম্মদ (সা.)

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৯, ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ
  • ২১৯ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

মুসলিমের জন্য তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা অবৈধ-মহানবী হজরত মুহাম্মদ (সা.)

ভাইদের সঙ্গে তিন দিনের বেশি কথা না বলে থাকতে নিষেধ করেছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। কারও সঙ্গে সম্পর্ক ত্যাগ করা মন্দ। কারও সঙ্গে সম্পর্ক ত্যাগ না করার কথা বলা হয়েছে বুখারি শরিফের হাদিসে। হাদিসে আছে, মানুষের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক উত্তম সেই ব্যক্তি যিনি আগে সালাম দেন।

হজরত আয়িশা (রা.)-এর বৈপিত্রেয় ভ্রাতুষ্পুত্র আওফ ইবনু মালিক ইবনু তুফায়ল (রা.) বর্ণনা করেছেন, ‘আয়িশা (রা.)-কে জানানো হলো যে তাঁর কোনো বিক্রি বা দান সম্পর্কে আবদুল্লাহ ইবনু যুবায়র বলেছেন, আল্লাহর কসম! আয়িশা (রা.) অবশ্যই বিরত থাকবেন, নতুবা আমি নিশ্চয়ই তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করব। তিনি জিজ্ঞেস করলেন, সত্যিই কি তিনি এ কথা বলেছেন? তাঁরা বললেন হ্যাঁ। তখন ‘আয়িশা (রা.) বললেন, আল্লাহর কসম! আমি আমার ওপর মানত করে নিলাম যে আমি ইবনু যুবায়রের সঙ্গে আর কখনো কথা বলব না। যখন এ বর্জনকাল দীর্ঘ হলো, তখন ইবনু যুবায়র (রা.) ‘আয়িশা (রা.)-এর কাছে সুপারিশ পাঠালেন। তখন তিনি বললেন, না, আল্লাহর কসম! এ ব্যাপারে আমি কখনো কোনো সুপারিশ গ্রহণ করব না। আমার মানতও ভাঙব না।

‘এভাবে যখন বিষয়টি ইবনু যুবায়র (রা.)-এর জন্য দীর্ঘ হতে লাগল, তখন তিনি জহুরা গোত্রের দুজন ব্যক্তি মিসওয়ার ইবন মাখরামাহ ও আবদুর রহমান ইবনু আসওয়াদ ইবনু আবদ ইয়াগুসের সঙ্গে আলোচনা করলেন। তিনি তাঁদের দুজনকে বললেন, আমি তোমাদের আল্লাহর কসম দিয়ে বলছি যে তোমরা দুজন আমাকে আয়িশা (রা.)-এর কাছে নিয়ে যাও। কারণ আমার সঙ্গে তাঁর বিচ্ছিন্ন থাকার মানত জায়েজ নয়। তখন মিসওয়ার (রা.) ও আবদুর রহমান (রা.) দুজন চাদর দিয়ে ইবনু যুবায়রকে ঢেকে নিয়ে এলেন এবং আয়িশা (রা.)-এর কাছে অনুমতি চেয়ে বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু, আমরা কি ভেতরে আসতে পারি? আয়িশা (রা.) বললেন, আপনারা ভেতরে আসুন। তাঁরা বললেন আমরা সবাই? তিনি বললেন হ্যাঁ, আপনারা সবাই আসুন। তিনি জানতেন না যে তাঁদের সঙ্গে ইবনু যুবায়র (রা.) রয়েছেন। তাই যখন তাঁরা ভেতরে ঢুকলেন, তখন ইবনু যুবায়র (রা.) পর্দার ভেতর ঢুকে গেলেন ও আয়িশা (রা.)-কে জড়িয়ে ধরে তাঁকে আল্লাহর কসম দিয়ে কাঁদতে শুরু করলেন।

‘তখন মিসওয়ার (রা.) ও আবদুর রহমান (রা.)–ও তাঁকে আল্লাহর কসম দিতে শুরু করলেন। তখন আয়িশা (রা.) ইবনু যুবায়র (রা.)-এর সঙ্গে কথা বললেন এবং তাঁর ওজর গ্রহণ করলেন।

‘তাঁরা বলতে লাগলেন, আপনি তো নিশ্চয়ই জানেন যে নবী (সা.) সম্পর্ক বর্জন করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা অবৈধ।

‘যখন তাঁরা আয়িশা (রা.)–কে বেশি বোঝাতে এবং চাপ দিতে লাগলেন, তখন তিনিও তাঁদের বোঝাতে ও কাঁদতে লাগলেন। তিনি বললেন, আমি মানত করে ফেলেছি। মানত তো কঠিন ব্যাপার। কিন্তু তাঁরা বারবার চাপ দিতেই থাকলেন, অবশেষে তিনি ইবনু যুবায়র (রা.)-এর সঙ্গে কথা বললেন ও তাঁর নজরের জন্য (কাফফারা হিসেবে) ৪০ জন দাস মুক্ত করে দিলেন।

‘এর পরে, যখনই তিনি তাঁর মানতের কথা মনে করতেন, তখন এত বেশি কাঁদতেন যে, চোখের পানিতে তাঁর ওড়না ভিজে যেত।’

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell