শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪৮
শিরোনামঃ
রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমান ছেলে খুনের মামলা করেন-আসামি লিমন গ্রেফতার রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্পষ্ট ব্যাখ্যা চায় এনসিপি। ফিলাটেলিক ডাকটিকিট প্রদর্শনী, “বঙ্গপেক্স ২০২৫” এর শুভ সূচনা করলেন, রাজ্যপাল ড: সি ভি আনন্দ বোস। থোরাসিক-ভাসকুলার দল ও ALCATI ক্লিনিকের সূচনা লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্স ক্লাবের ক্লাব ডিরেক্টর হলেন লায়ন ফরহাদুল হাসান মোস্তফা নভেম্বর ২০২৫ সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে-প্রেস কাউন্সিল চেয়ারম্যান। প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো অভাবনীয় সংবাদ সম্মেলন।  শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা মামলায়: ২ শ্যুটার সহ গ্রেপ্তার ৫-পিস্তল জব্দ। গাজীপুর, শ্রীপুরে পৃথক দুই স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গোয়ালবাটীর রাস উৎসবের শেষ দিনে আবেগঘন মুহূর্ত — অবসর ঘোষণা করলেন সমাজসেবী সুকান্ত হালদার

মেট্রো রেলওয়ে প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়নের ডাকে,, আজ মেট্রো রেলওয়ে সামনে বিক্ষোভ সমাবেশ।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১১, ২০২৩, ২:২৫ পূর্বাহ্ণ
  • ২৩৬ ০৯ বার দেখা হয়েছে

 

মেট্রো রেলওয়ে প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়নের ডাকে,, আজ মেট্রো রেলওয়ে সামনে বিক্ষোভ সমাবেশ।

কলকাতা থেকে সম্পা দাস ও সমরেশ রায়

আজ ১০ই আগস্ট, বৃহস্পতিবার বেলা দুটোই, মেট্রো রেলওয়ে প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মদন মিত্রের মহাশয়ের উপস্থিতিতে, বিভিন্ন দাবী নিয়ে মেট্রোরেল ভবনের গেটের সামনে বিক্ষোভ দেখালেন এবং ডেপুটেশন দিলেন।, তাহাদের দাবী , অবিলম্বে সমস্ত বিভাগে শূন্য পদ পুরণ করতে হবে,,,,,।

No description available.

অবিলম্বে পুরানো পেনশন ব্যবস্থা চালু করতে হবে, ,,,। Bunching. Benefit নিয়ে টানবাহানা চলবে না,,,। Our demand withdraw NPS শ্রমিক কর্মচারীদের অবিলম্বে দিতে হবে, ,,। নতুন পেনশন বাতিল করতে হবে,,। এর সাথে সাথে তিনি রেল কর্তাদের জানিয়ে দেন যে আর কিছুদিনের দেশের মানুষ সারা দেশজুড়ে মেট্রোরেলে চড়বে, কিন্তু মেট্রো রেলের গাবলতি দিনের পর দিন বেড়ে চলেছে কারণ, যারা মেট্রোরেল রক্ষণাবেক্ষণ করে অর্থাৎ গানম্যান, ওয়ারকার তারা আই ছমাস ধরে বসে আছে, কোনরকম মেট্রোর মেনটেনেন্স হচ্ছে না যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই আমি জোর গলায় বলতে পারি, আপনারা যাদের টেন্ডার দিয়েছেন, তাদের নামধাম আমার কাছে পাঠান কালকে আমরা তাদের সাথে কথা বলবো।

No description available.

এবং কিভাবে এই মেনটেনেন্স করানো যায় ,আর যদি না দেন, যদি কোন রকম দুর্ঘটনা ঘটে, তার জন্য মেট্রো রেলও কর্তৃপক্ষ দায়ী হবেন। এছাড়াও বলেন সারা ভারতবর্ষে যত মেট্রো কর্মচারী কাজ করেন, কেউ পার্মানেন্ট হয় না, এর সাথে সাথে জানিয়ে রাখি, মেট্রোরেলের কর্মচারীদের ক্ষমতা একমাত্র কর্পোরেশনের উপর থাকে ,কর্পোরেশন মনে করলে যে কোন সময় যাকে খুশি বসিয়ে দিতে পারে এবং ছাঁটাই করতে পারে, এর সাথে সাথে হুমকির সুরে বলেন, যারা নোটিফিকেশন এর মাধ্যমে চাকরি পেয়েছিলেন, ২০১০ এ আজ ১৩ বছর হয়ে গেল, তাদের কোনরকম মাইনে বাড়ানো হয়নি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলেদের উপর এই সকল ব্যবহার করে চলেছেন‌, তাই আজ এই মঞ্চে আপনাদের হুশিয়ার করে দিলাম, আমি যতবার এসেছি আপনারা অফিস থেকে বেরিয়ে গেছেন কিন্তু বেশিদিন এইভাবে পালিয়ে থাকতে পারবেন না, দরকার পড়লে আপনাদের রাস্তায় আটকাবো, দেখব আপনাদের কতজন আরপিএফ আটকে রাখতে পারে, আমি ট্রেড ইউনিয়নের সভাপতি জোর গড়ায় বলছি যদি আপনারা ৫০ জন আরপিএফ রাখেন আমাদেরকে সামলাতে আমি পঞ্চাশ হাজার লোক জোগাড় করে আনবো , দেখব কি করে আপনারা রেহাই পান, আমি এই মদন মিত্র ট্রেড ইউনিয়নের সভাপতি আজ এই মঞ্চেতে ঘোষণা করলাম, আর এটাও ঘোষণা করছি, এবার আমরা যখন বিক্ষোভ দেখাবো বা আপনাদের এই গেটের সামনে আসব সেদিন কিন্তু আমরা বলে কয়ে করব না আমাদের ছেলেদের সেই রকমই বার্তা আজ দিলাম সংগঠন তৈরি করতে যেকোনো সময় আমরা এই মেট্রো অভিযান করবো। দেখব আপনারা কি করে আটকাতে পারেন, আর যেদিন আপনাদের ধরে নেব এবং ইলেকশনে হিট ব্যাক করে দেব, সেদিন বুঝতে পারবেন আপনারা কোথায় যাবেন, আমার সেইটুকু ক্ষমতা আছে, অফিসে বসে আসল কাজ না করে, কার ছেলে মেয়ে ,দাদার ছেলে, মাসির ছেলে, দাদার মেয়েকে চাকরি দেওয়ার কাজ করছেন ,আমাদের কাছে সমস্ত খবরই আছে, আমরা শুধু অপেক্ষা করছি আপনারা কতটা এগিয়ে যেতে পারেন। তাই আজ শুধু ডেপুটেশন দিতে পাঠালাম, এরপর ঠিক করে নেবেন কি করবেন, আর আমাদের ছেলেদের উদ্দেশ্যে এই মঞ্চে দাঁড়িয়ে জানাই, আপনাদের কোন চিন্তা করার নাই, আমি আছি কিভাবে সব কিছু আদায় করতে হয় দাবী, সেটা আমি ভালো জানি। আর যদি আদায় করতে না পারি, তাহলে কোনদিন এই মেট্রোলের গেটের সামনে আসব না। তোমাদের আমি আজ কথা দিয়ে গেলাম,

শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ  ২৪ ডটকম,কলকাতা  ব্যুরো

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell