নোয়াখালীর সদর উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রায়হান হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের সোনাপুর-রামগতি সড়কের নুরু পাটোয়ারী হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্থানীয় নুরু পাটোয়ারী হাট থেকে সোনাপুরের উদ্দেশে রায়হান মোটরসাইকেল নিয়ে বের হন। পথে মোটরসাইকেলটি কিছু সামনে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত জানান, মরদেহ নোয়াখালী হাসপাতালের মর্গে রাখা আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।