রবিবার ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১:২৫
শিরোনামঃ
Logo জনগণের নিরাপত্তা ও সেবা প্রদানে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে-ডিএমপি কমিশনার Logo সুবর্ণচরে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, ২৬টি অবৈধ দোকান উচ্ছেদ Logo ১৫ বছরে আওয়ামী লীগের দুঃশাসনের মূল সহযাত্রী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি-সামাজিক-রাজনৈতিক সংগঠনের জোট জুলাই ঐক্যের নেতারা। Logo ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত Logo যমুনায় ইলেকট্রনিক শর্ট দিয়ে মাছ শিকার করায় চৌহালীতে ৭জেলেকে অর্থদন্ড। Logo নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময় Logo সাবেক সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগম গ্রেফতার Logo নারায়নগন্জ সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির এমডির গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১ Logo বন্ধুদল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে, দ্বাদশ তম বর্ষে পদার্পণ করলো, সপ্তকন্যার শুভ বিবাহ । Logo ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানাভুক্ত আরও ৯৯৬ জন গ্রেফতার

যোগ্য না হলে কেউ আপনাকে সুযোগ দেবে না-আফরান নিশো।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩, ২০২১, ১:১৮ পূর্বাহ্ণ
  • ৫৯৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।যোগ্য না হলে কেউ আপনাকে সুযোগ দেবে না-আফরান নিশো।দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। বৈচিত্র্যময় চরিত্রে হাজির হয়ে তিনি দুই বাংলার দর্শকের মন জয় করেছেন। মুগ্ধতা ছড়িয়ে কাজ করে যাচ্ছেন নিয়মিত। এই জনপ্রিয় অভিনেতাকে সম্প্রতি পাওয়া গেল উত্তরার তিন নম্বর সেক্টরের একটি শুটিং হাউজে। নঈম ইমতিয়াজ নেয়ামুলের একটি নাটকে শুটিং করছেন। সহশিল্পী মামুনুর রশীদ, শিল্পী সরকার অপু ও মেহজাবিন চৌধুরী।

শুটিংয়ের ফাঁকে পাওয়া গেল নিশোকে। আন্তরিকতা নিয়ে কুশলাদি সারলেন। নিজেই জানতে চাইলেন কী খবর, কেমন চলছে শোবিজ। আলাপের শুরু। গল্পে গল্পে অনেক কথা বললেন। নিজের সাম্প্রতিক কাজ,
অভিনয় নিয়ে তার সমকালীন ভাবনার কথা।

তাকে বেশ আগ্রহী দেখা গেল ওটিটি প্লাটফর্মগুলোর কাজ নিয়ে। সম্প্রতি শিহাব শাহীনের ‘মরীচিকা’ ওয়েব সিরিজে কাজ করে প্রশংসা পেয়েছেন। নেতিবাচক চরিত্রে তার অভিনয় দর্শক উপভোগ করেছেন মন খুলে। বললেন, ‘অভিনয় তো করছিই। এটা পেশা। তবে কিছু বিষয় থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। যেমন খুবই অল্প সময়ে আমাদের যে নাটক করার প্রবণতা তা ত্যাগ করতে চাই।

দেখা যায় কোনো একটা ইভেন্ট আসলে আমরা একসাথে অনেক কাজ করে ফেলি। তাড়াহুড়ো করতে গিয়ে এই কোভিড সিচুয়েশনে অনেক সময় দেখা যায় স্বাস্থ্য সচেতনতার কথাও ভুলে যাই। একটু সময় নিয়ে নির্মাণ হয় এমন কাজে মন দেবো। মানের সঙ্গে কোনো আপোষ করতে চাই না। সেদিক থেকে ওয়েব প্লাটফর্মের জন্য যে কাজগুলো হচ্ছে সেগুলোতে বেশ যত্নের ছাপ দেখা যায়।’

তবে কি ওয়েব সিরিজের কথা বলছেন, এখানেই বেশি নিয়মিত হতে চান? এমন প্রশ্নের জবাবে নিশো বলেন, ‘আমাদের এখানে নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, ওয়েব অরিজিনাল বিভিন্ন নাম দেয়া হয়েছে। সবই ফিল্ম। কোনোটা বড় সময়ের, কোনোটা ছোট। আমি ভালো ও চ্যালেঞ্জিং কাজগুলোতে যুক্ত থাকতে চাই। যা দর্শককে উপভোগের আনন্দ দেবে।

ওয়েব সিরিজের ট্রেন্ড এখন। ভালো গল্প ও চরিত্র পেলে ওয়েব সিরিজে মনযোগ দিতে দোষ কোথায়। ‘মরীচিকা’ র পর শিহাব শাহিন ভাইয়ের আরও একটা ওয়েব সিরিজে কাজ নিয়ে এরইমধ্যে কথা চলছে। আরও কয়েকটা ওয়েব সিরিজের কাজ নিয়ে কথা হচ্ছে। আসলে এই প্লাটফর্মে বাজেটটা বেশি থাকে। পরিচালক সময় নিয়ে বড় পরিসরে সৃষ্টিশীলতা দেখানোর সুযোগটা পান। একজন শিল্পীর জন্যও এটা খুব জরুরি।’

‘আমি ভিউ নিয়ে চিন্তা করি না। চিন্তা করি কাজের মানটা ভালো হলো কি না। কাজ ভালো হলে দর্শক সেটা ভালোভাবে গ্রহণ করে। তখন ভিউ তো এমনিতেই আসবে’- যোগ করেন ছোট পর্দায় এ সময়ের সবচেয়ে দামি অভিনেতা আফরান নিশো।

নিশো ভাবছেন পরিবারকে সময় দেবেন এবার নিয়মিত। বছরজুড়ে শুটিং নিয়ে এতোটাই ব্যস্ত থাকতে হয় যে ইচ্ছে করলেও ব্যক্তিগত সময় খুব একটা বের করা যায় না। তাই নিজেকে খানিকটা ফ্রি রাখতে চাইছেন এই অভিনেতা। নিশোর ভাষ্যে, ‘আগের তুলনায় কাজের সংখ্যা কমিয়ে আনবো। সপ্তাহে কিছুটা সময় পরিবারকে দিতে চাই।’

ইদানিং একটা জিনিস দেখা যাচ্ছে যে টিকটক বা লাইকিতে যাদের ফ্যান ফলোয়ার বেশি তাদের নিয়ে বড় নির্মাতারা কাজ করতে চাচ্ছেন। এ প্রসঙ্গটা আসতেই মুচকি হাসলেন আফরান নিশো। খানিকটা রক্ষণাত্মক ভঙ্গিতেই বললেন, ‘এই ব্যাপারে কথা বললে অনেক কথাই বলতে হবে। হয়তো কারো পক্ষে যাবে বা কারো মন খারাপ হবে। আমার কথা স্পষ্ট। যার যোগ্যতা আছে সে টিকে থাকবে। অভিনয় দক্ষতা থাকলে কেউ আপনাকে ছুঁড়ে ফেলতে পারবে না।

আপনি যেখান থেকেই আসুন না কেন, যোগ্য না হলে কেউ আপনাকে সুযোগ দেবে না। এখন অনেক মাধ্যম, অনেক সুযোগ, অনেক মানুষ। যে নিজেকে প্রমাণ করতে পারবে সেই এগিয়ে থাকবে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell