রাঙ্গুনিয়া মরিয়মনগর ইউনিয়ন ইসলামি সমাজ কল্যাণ পরিষদ সওদাগর পাড়া ও আর্দশ শেখ পাড়ার যৌথ উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। ১৫ই জানুয়ারি বুধবার বাদে আসর মাষ্টার হোসেন আহমদ এর সঞ্চলানায় ফজল করিম সওদাগরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদে উপদেষ্টা মোহাম্মদ হাসান মুরাদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসাইন। প্রধান তাফসির হিসেবে উপস্থিত ছিলেন মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয়,তাফসীরুল কুরআন এন্ড কুরআনিক সাইন্স,মাওলানা মুফতি গোলাম কবির আযহারী, ঢাকা।
বিশেষ বক্তা হিসাবে তাফসির পেশ করেন মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন,মাওলানা মোহাম্মদ নুরুল আমিন, মাওলানা ইব্রাহীম খলিল ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন নূরী প্রমুখ । প্রচন্ড শীতের মধ্যেও তাফসিরুল কোরআন মাহফিলে নবী প্রেমিকের ঢল নামে। এই সময় বক্তরা বলেন_ দীর্ঘদিন তাফসিরুল মাহফিলে ফ্যাসিবাদ সরকার বন্ধকতা সৃষ্টি করেছিলো, কোরআন প্রেমিকদের বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে দমায় রাখতে পারেনি আল্লাহর বাণী প্রসারিত করতে। অশান্ত পৃথিবীতে শান্তির পয়গাম নিয়ে ধরাপৃষ্ঠে ইসলামের আগমন। বিশ্ববাসীর জীবন থেকে চিরকালের জন্য অশান্তিকে বিদায় জানাতে যার আগমন তাতে একমুহূর্তে জন্যও নেই অশান্তির সমর্থন! মানবরচিত শান্তিকে আসল শান্তি মনে করে যারা ইসলাম কবুল করেনি কিংবা ইসলাম কবুল করার পরও বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ ও অনুশীলন করেছে যারা পরকালে তারাই হবে মহা ক্ষতিগ্রস্ত, দেশ ও জাতির কল্যাণের জন্য কোরআন সুন্নাহ আলোকে তাফসিরুল কোরআন মাহফিলে বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আব্দুল গফুর মাষ্টার , মো: হোসেন, সৈয়দ আহম্মদ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: হাফেজ সওদাগর ও ওসমান গণি প্রমুখ। আয়োজকদের মধ্যে উপস্থিত সার্বিক সহযোগিতায় ছিলেন মো:আব্দুল হালিম, মো: নজরুল ইসলাম, মো: ফজলুল করিম, মুহাম্মদ জসিম উদ্দিন ও মুহাম্মদ সাইফুল ইসলাম সহ এলাকাবাসী ও মাহফিল কমিটি বাস্তবায়নবৃন্দগণ।