রাঙ্গুনিয়া উপজেলা পোমরা ইউনিয়নে জামায়াতে ইসলামী কার্যালয়ে ১৯ই ডিসেম্বর বৃহস্পতিবার ২০২৪ ইংরেজিতে কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়া থানা আমীর মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ। কর্মী সভায় তিনি বলেন- জামায়াতে ইসলামী নবীদের উপরিউক্ত কর্মনীতি অনুযায়ীই দাওয়াতের দায়িত্ব পালন করছে। জামায়াত কোন নেতার নেতৃত্ব, কোন দলের আনুগত্য, কোন শ্রেণীর প্রাধান্য বা কোন গোষ্ঠীর স্বার্থের পক্ষে মানুষকে ডাক দেয় না। একমাত্র আল্লাহর দাসত্ব ও নবীর আনুগত্য করা এবং আল্লাহর আইন সৎলোকের শাসন কায়েম করার দাওয়াত দেয়। সভা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পোমরা ইউনিয়ন শাখা ২০২৫ সেশনের জন্য দায়িত্বশীলদের নাম ঘোষনা করেন রাঙ্গুনিয়া থানা আমীর মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ। সভাপতিঃ অধ্যাপক মহাম্মদ জসীম উদ্দীন, সহ-সভাপতিঃ(১) এডভোকেট রেজাউল করিম,সহ-সভাপতিঃ(২) অধ্যাপক এস এম গোফরান,সেক্রেটারীঃ আমজাদ হোসাইন ফরহাদ, সহ-সেক্রেটারীঃ মোহাম্মদ নিজাম উদ্দিন ,বায়তলমাল সম্পাদকঃ মো ইসমাঈল হোসেন,সহ-বায়তলমাল সম্পাদকঃ মো মোজাম্মেল হক,সাংগঠনিক সম্পাদকঃ এডভোকেট আবুল কাশেম,সহ-সাংগঠনিক সম্পাদকঃ আহমদ কবির সওদাগর,প্রচার সম্পাদকঃ মো সাইয়েদ শরিফ সহ-প্রচার সম্পাদকঃ জসিম উদ্দিন বাদশা,শিক্ষা বিষয়ক সম্পাদকঃ মাষ্টার আব্দুল খালেক,অফিস প্রকাশনা ও পাঠাগার সম্পাদকঃ মো হুমাযুন কবির সহ-অফিস প্রকাশনা ও পাঠাগার সম্পাদকঃ মো মাহাবুব আলম,ওলামা-মাশায়েখ বিষযক সম্পাদকঃ মাওলানা আহমদ উল্লাহ হিরু,শিল্প বানিজ্য ও পেশাজীবি সম্পাদকঃ মো মোখলেসুর রহমান,যুব ও ক্রীডা সম্পাদকঃ মো ফরিদুল আলম | সহ-যুব ও ক্রীডা সম্পাদকঃ মাহাবুব আলম সহ বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক সেটআপ সম্পন্ন করেন।