রাজধানীতে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল বিস্ফোরণ-পুলিশের এএসআই-আহত
ঢাকা প্রতিনিধি।।
রাজধানীর পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি-মোট তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় থানা গেটের সামনে অপেক্ষমাণ পল্লবী থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) মো. নুর ইসলাম আহত হয়েছেন। (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।