সোমবার ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:৫৪
শিরোনামঃ
Logo ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানাভুক্ত আরও ৯৯৬ জন গ্রেফতার Logo ধর্মীয় আয়োজনে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত Logo নোয়াখালীতে শহর আওয়ামী লীগের সভাপতি পিন্টুর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ Logo হাসিনা পালিয়ে গেছে, তার প্রেতাত্মারা এখনো আছে-১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo কলকাতা কর্পোরেশনে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলায় , কর্পোরেশনে বাতিল হয়েছে ছুটি Logo অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত Logo রাঙ্গুনিয়া উপজেলা মিডিয়া ও প্রচার বিভাগের সেটআপ সম্পন্ন Logo সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৯৫০ ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক Logo আজকের গরমে আমরা বুঝতে পারছি আমাদের গাছ লাগানো কতটা জরুরি-কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী Logo সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

https://nagarsangbad24.com/রামকৃষ্ণ-মঠ-ও-রামকৃষ্ণ-মি/: রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এবং বেলুড় মঠের উদ্যোগে বিবেকানন্দের ১২৯ তম স্মারক পালিত

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২০, ২০২৫, ১:৩০ পূর্বাহ্ণ
  • ৬৭ ০৯ বার দেখা হয়েছে

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এবং বেলুড় মঠের উদ্যোগে বিবেকানন্দের ১২৯ তম স্মারক পালিত

“সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ” কলকাতা বু্রো”

১৯ শে ফেব্রুয়ারী বুধবার, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এবং বেলুড় মঠের উদ্যোগে, বিশ্ব বিজয়ী স্বামী বিবেকানন্দের ১২৯ তম স্মারক দিবস ২০২৫ পালিত হল এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে,

বজ বজ স্টেশন থেকে শিয়ালদা স্টেশন ট্রেনে করে, এরপর শিয়ালদা স্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা এম জি রোড ধরে, বিবেকানন্দ রোডের সংযোগস্থলে বিবেকানন্দের বাড়ী হয়ে, বিধান সরণী ধরে শ্যামবাজার মোড়, শোভাবাজার হয়ে আলমবাজার মঠে শেষ করেন।

বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে সাথে বিবেকানন্দ অনুগামীরা মোড়ে মোড়ে এই দিবস পালন করেন, এবং শোভাযাত্রায় বিবেকানন্দের মূর্তিতে ফুল দিয়ে স্মরন করেন। এই দিনটি অর্থাৎ ১৯ শে ফেব্রুয়ারী ১৮৯৭ সালে বিশ্ব বিজয়ী স্বামী বিবেকানন্দ কলকাতায় প্রত্যাবর্তন ও আলম বাজার মঠে পদার্পণ।

এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ও সহযোগিতায় আলমবাজারের মধু মহারাজ, মেডিকেল ব্যাংকের ডি আশীস, স্বামীজীর জন্ম উৎসব কমিটির কমল চ্যাটার্জী ও বাবু দাস, বজবজ স্মরক কমিটির স্মৃতিরঞ্জন ঘোষ, স্নেহাশীষ মিত্র অসীম অধিকারী , শিয়ালদা স্টেশন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধু সন্ত বৃন্দ ও ভক্তবৃন্দ। আমার অধিকারের বাপি ঘোষ,

সিরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সঞ্জীব আচার্য, বনহুগলী যুবক সংঘ শংকর রাউ, সাথী মহিলা সমিতি ছবি চ্যাটার্জী, বিবেকানন্দ সোসাইটি অরূপ কুমার বৈদ্য, স্বামীজীর পৈতৃক বাসভবন, রামকৃষ্ণ মঠ কথা মৃত ভবন, রামকৃষ্ণ বিবেকানন্দ ভারপ্রচার পরিষদ , দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ, আদ্যাপীঠ ,অদ্বৈত আশ্রম, সিটি কেবলের তিন কড়ি দত্ত, শ্যামবাজার মেট্রো স্টেশন, কুমারটুলী সার্বজনীন দুর্গোৎসব,

বলরাম মঠ, শ্রী সারদামঠ, বাগবাজার শ্রী শ্রী মায়ের বাড়ী, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম, রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যানবাটি, রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর, কুলডাঙ্গা শ্রীমা সারদা সেবা সংঘ, রামকৃষ্ণ মিশন বেলঘড়িয়া, বরানগর ফায়ার বিগ্রেড, ডানলপ ট্রাফিক গার্ড , সি ই এস সি কলকাতা, শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আলম আলম বাজার মঠ, পেনেটি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ, শ্রীরামকৃষ্ণ দিকদর্শন আশ্রম, কলকাতা ক্ষেত্রীয় সমাজ, নিবেদিতা বিদ্যালয় , ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরানগর পৌরসভা ও বরানগর থানা, পূর্ব রেলওয়ে ,কলকাতা পুলিশ ,

বজ পৌরসভা ,কলকাতা পৌর সংস্থা সহ বিভিন্ন ক্লাব ও বিভিন্ন সমাজসেবী সংগঠন। কয়েক হাজার ভক্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান, চলছে মাধ্যমিক পরীক্ষা, তাই যাতে কোনরকম যানজট না হয় ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে সুষ্ঠুভাবে ফিরতে পারেন, দিক চিন্তা করেই, পরীক্ষা শেষ হওয়ার পর বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়

এবং স্বামীজীর জয়ধ্বনি দিতে দিতে আলম বাজারে শেষ করেন। আজকের দিনটি ভারতবর্ষের মানুষের কাছে একটা গর্ব, কিভাবে স্বামী বিবেকানন্দ কলকাতায় পৌঁছেছিলেন কেন আজ ভারতবাসী তাকে ভুলতে পারেননি, মনে রেখেছেন, এবং আজকের দিনটি সারা বিশ্বে ধ্বনিত হল ও স্বামীজিকে স্মরণ করলেন,

১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগো বিশ্ব ধর্ম মহা সম্মেলনের পর, বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ প্রায় চার বছর আমেরিকা ও ইউরোপে বেদান্ত প্রচার করে। ১৫ই জানুয়ারী ১৯৯৭ তদানীন্তন ভারতবর্ষের অন্তর্গত সিংহলে প্রত্যাবর্তন করেন এবং ২৬ শে জানুয়ারী ১৮৯৭ সালে ভারতবর্ষের মূল ভূখণ্ডে তথা দাক্ষিণাত্যে পামবানে জাহাজ থেকে পদার্পণ করেন। তাহার বেশ কয়েকদিন পর ১৮ই ফেব্রুয়ারী ১৮৯৭ সালে রাতে এস এস মোম্বাশা জাহাজে বজবজে আসেন, বজ বজ স্টেশনে বিশ্রাম কক্ষে ভোর পর্যন্ত তিনি অবস্থান করেন, ১৯শে ফেব্রুয়ারী স্বামীজী বিশেষ ট্রেনে সকাল সাড়ে সাতটায় শিয়ালদা স্টেশনে পৌছান।

সাথে সাথে উৎসব ক্ষেত্রে পরিণত হয় শিয়ালদা স্টেশন, চতুর্দিকে লোক এবং ওই সকালে বিশ হাজার মানুষ স্বামীজীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হয়েছিলেন। ট্রেন যখন শিয়ালদা স্টেশনে থামে স্বামীজী ট্রেনের দরজায় দাঁড়িয়ে সকলকে করজোড়ে অভিবাদন জানালেন। এবং সকলে তার পদধূলি নিতে লাগলো, দূরে যারা ছিল তাহারা জয়ধ্বনি দিতে শুরু করে,

জয় পরমহংস রামকৃষ্ণ দেব কী জয়, জয় স্বামী বিবেকানন্দ কী জয় এবং সাথে সাথে ফুলের মালায় স্বামীজীর দেহ প্রায় ঢেকে দিয়েছিল। কিছুক্ষণ পরে স্বামীজী যখন গাড়িতে উঠছিলেন ,একদল ছাত্র স্বামীজীর গাড়ির ঘোড়া দুটিকে ছেড়ে দিয়ে নিজেরাই গাড়ি টেনে নিয়ে চলেছিল, তার সাথে সাথে চলল শোভাযাত্রা, সামনে ব্যান্ড ,মাঝখানে স্বামীজীর গাড়ি ,

তার পিছনে একটি কীর্তন দল ,এদের পিছনে অগণিত মানুষের সারি, পথে দু’ধারে উৎসাহী মানুষের ভিড়। স্বামীজী সমস্ত পথ ধরেই আলমবাজার পৌঁছেছিলেন।আজ সেই স্বামীজীকে একইভাবে স্মরণ করলেন অগণিত ভক্তএবং দুই ধারে সাধারণ মানুষের জয়ধ্বনিতে।

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ” কলকাতা বু্রো”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell