সোমবার ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৩
শিরোনামঃ
৬ টাকা বাড়লো লিটারে সয়াবিন তেলের দাম। নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যাক্ষ শীতল চন্দ্র দে -অবৈধ পন্থায় স্কুলের টাকা আর্তসাৎ ১০ জন শিক্ষক নিয়োগ জালিয়াতি করে কোটি টাকা নিয়ে লাপাত্তা।। সোনারগাঁ চরনোয়াগাও থেকে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আলমগীরকে ইয়াবা সহ গ্রেফতার -পরিচয় দিচ্ছে নেতা।। “প্রিয়ার ভুবন”একটি আবৃত্তিচর্চা কেন্দ্র। বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে-কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তফসিল নিয়ে আমরা শিগগিরই বৈঠকে বসছি’ সেখানেই চূড়ান্ত হবে কারা রিটার্নিং কর্মকর্তা হবেন-নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। সমুদ্রপথে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ-৩১০ জন বাংলাদেশে ফিরল। ফটো সাংবাদিক রফিক উদ্দিনের মৃত্যু -নগর সংবাদের শোক।। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুস কে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন।। বি এন পি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না: রিজওয়ানা

রিতা পাল এর পরিচালনায়, .. তুলির টানে শাড়ী, অপরূপা নারী, মহিলাদের একটি RAMP শো অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১২, ২০২৪, ২:৪৯ পূর্বাহ্ণ
  • ১৬৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

রিতা পাল এর পরিচালনায়, .. তুলির টানে শাড়ী, অপরূপা নারী, মহিলাদের একটি RAMP শো অনুষ্ঠিত হলো।

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

 ১১ই সেপ্টেম্বর রবিবার, ঠিক বিকেল পাঁচটায় , সুলেখা মোড় সংলগ্ন, ভেনু সেনকো গোল্ডের তৃতীয় তলায়, রিতা পাল এর পরিচালনায় . তুলির টানে শাড়ী ..অপরূপা নারী..এই ট্র্যাকলাইনকে বেশ করে, তৃতীয় তম মহিলারা RAMP শো করলেন

 এবং একটি সুবিনীয়ারের শুভ সূচনা করলেন। যাহা সকলকে মুগ্ধ করেছে। যাহারা এই র‌্যাম্প শোতে অংশগ্রহণ করেছেন, তাহারা প্রত্যেকেই সুদক্ষ্য চিত্রশিল্পী, তাহাদের মধ্যে ছিলেন, চিত্রশিল্পী রিতা পাল, রানু হালদার,

ঈশা ভট্টাচারিয়া, নীলাঞ্জনা পতি, গিতালী ব্যানার্জি, মধুমিতা দে, অনুরাধা গায়েন, পিয়ালী দাস, ঋতুপর্ণা চক্রবর্তী, সোনালী স্মীথ, সোমা মুখার্জি , কৃষ্ণা রায়, পূবালী চ্যাটার্জী, রুপসা, শিখা বিশ্বাস, তনিমা ভট্টাচারিয়া,

এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অলক বাসু ও রীনা বাসু, সহযোগিতায় ছিলেন স্বপ্ন নীল পাল এবং শীল্পাঙ্গন আর্ট এন্ড ক্রাফ্ট স্কুলের ছাত্র-ছাত্রী।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা

হয় এবং সম্মানীয় অতিথিদের উত্তরীয় ব্যাচ পরিয়ে সম্মানীত করেন। যে সকল মহিলা চিত্রশিল্পীরা রং তুলির মধ্য দিয়ে, বিভিন্ন ছবির সৃষ্টি করেন,সৌন্দর্য তুলে ধরেন, আজ সেই এক ঝাঁক শিল্পী , তাহাদের নিজের হাতে তৈরি শাড়ি পড়ে RAMP হারলেন,

সকলের মনকে মুগ্ধ করলেন, এই সুন্দর অপরূপ শাড়িতে, চিত্রশিল্পীরা ক্যানভাস এর মধ্য দিয়ে, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ শাড়িতে তুলে ধরলেন, সুন্দর সুন্দর রংয়ের ও হাতের কাজে, সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে উদ্যোক্তা রিতা পাল সহ কয়েকজন শিল্পী জানালেন,

ভারতীয় মহিলাদের কাছে শাড়ী শুধু একটি পোশাক নয়, সেটি একটি আবেগের নামও বটে। কিন্তু আমাদের বড় হয়ে ওঠা মায়ের শাড়ী পড়ে, ‌আর সেই থেকে প্রত্যেকেই বিভিন্ন অনুষ্ঠান ও উদযাপনে আমরা বেছে নিয়ে থাকি শাড়ীকেই,

এক একটি শাড়ির সাথে জড়িয়ে থাকে আমাদের স্মৃতি ও মান অভিমানের পালা, কখনো নিখাদ ভালোবাসা, আবার কখনো স্নেহের,

বিভিন্ন শাড়ী রেঙে উঠে কল্পনার রঙে, তাই আজ মহিলা চিত্রশিল্পীরা বিভিন্ন রঙের শাড়িতে সেজে উঠেছে এক অনন্যা, যেন মনে হচ্ছে দেবী দুর্গাকে আহবান করে আনছেন।

একটি সুন্দর বার্তার মধ্য দিয়ে। চিত্রশিল্পীরা জানালেন, মেয়েরা কোন অংশেই কম নয়, বিয়ের পরেও সীমাবদ্ধের মধ্যে থাকেনা,

চেষ্টা করলে সংসার প্রতিপালন করেও এগিয়ে যাওয়া যায়, তাই তারা প্রমাণ করে দেখালেন।।

 

 

 

 

নিজেদের চেষ্টা ও আগ্রহ একটা শিল্পীকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, সকলের ভালোবাসার মধ্য দিয়ে।

আজ তারা প্রমাণ করে দিলেন, মহিলারাও থেমে থাকে না। আগামী দিনে আমাদের আরো পথ দেখাবে এই উৎসাহ ও সহযোগিতা। এবং সর্বশেষে সকলে একটি কথা বলে শেষ করেন, আমার বোনের দোষীদের সঠিক বিচার চাই।

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell