রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১১:২৪
শিরোনামঃ
Logo ধর্মীয় আয়োজনে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত Logo নোয়াখালীতে শহর আওয়ামী লীগের সভাপতি পিন্টুর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ Logo হাসিনা পালিয়ে গেছে, তার প্রেতাত্মারা এখনো আছে-১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo কলকাতা কর্পোরেশনে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলায় , কর্পোরেশনে বাতিল হয়েছে ছুটি Logo অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত Logo রাঙ্গুনিয়া উপজেলা মিডিয়া ও প্রচার বিভাগের সেটআপ সম্পন্ন Logo সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৯৫০ ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক Logo আজকের গরমে আমরা বুঝতে পারছি আমাদের গাছ লাগানো কতটা জরুরি-কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী Logo সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo বরানগর ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস কর্মীবৃন্দের পরিচালনায়,‌ রবীন্দ্র জয়ন্তী উৎসব এবং শিল্পী বরণ অনুষ্ঠান।

রূপগঞ্জে তিতাস গ্যাস কোম্পানীর গ্যাসের তীব্র সংকট আবাসিক গ্রাহকদের ভোগান্তি

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৩, ২০২২, ১২:৫৮ পূর্বাহ্ণ
  • ৩৪৬ ০৯ বার দেখা হয়েছে

রূপগঞ্জে তিতাস গ্যাস কোম্পানীর গ্যাসের তীব্র সংকট আবাসিক গ্রাহকদের ভোগান্তি

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে গ্যাস পাইপ ফেটে অগ্নিকান্ডের ঘটনার পর থেকে রূপগঞ্জে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানীর গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে আবাসিক গ্রাহকদের ভোগান্তির প্রাশাপাশি ও শিল্প কারখানা গুলোর উদপাদন ব্যহত হচ্ছে।

তাই বাধ্য হয়ে আবাসিক গ্রাহকরা কেউ মাটির তৈরী চুলা ও গ্যাস সিলিন্ডারে রান্না করতে হচ্ছে। অনেকে আবার রেস্তোরা থেকে খাবার কিনে আনছেন। গত ৫ দিন সপ্তাহ ধরেই উপজেলায় তীব্র গ্যাস সংকট চলছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, রূপগঞ্জ উপজেলার তিতাস গ্যাসের প্রায় ৭ হাজার বৈধ আবাসিক গ্যাস সংযোগ রয়েছে। এছাড়া এ উপজেলায় এনজেড টেক্সটাইল, অনুপম হোসিয়ারি, রবিনটেক্সসহ ছোট বড় মিলিয়ে প্রায় এক হাজার শিল্প কারখানা রয়েছে। যার মাঝে প্রায় শতাধিক কারখানায় পন্য উৎপাদনে গ্যাসের ব্যবহার হয়ে থাকে।

গত শুক্রবার ১৬ জুন থেকে উপজেলার রূপসী, বরপা, তারাব, ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চন, শান্তিনগর, কাজীপাড়া, দক্ষিণ রূপসী, মৈকুলী, মুড়াপাড়া, আমলাবোসহ পুরো উপজেলার তীব্র সংকট দেখা দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। অধিকাংশ এলাকায় কখনো গ্যাসের চুলায় আগুন জ্বলছে, কখনো জ্বলছে না। আবার কখনো জ্বলছে নিভু নিভু করে।

এতে গৃহিণীদের বিপাকে পড়তে হচ্ছে। এদিকে গ্যাস না থাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৫ শতাধিক শিল্প কারখানার উৎপাদন কাজ ব্যহত হচ্ছে। গ্যাস অনেক শিল্প কারখানার মালিকরা শ্রমিকদের আগেই ছুটি দিয়ে দিচ্ছেন। এতে কারখানা মালিকদের কোটি কোটি টাকা লোকসানের সম্মূখীন হতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ৫ দিন ধরে গ্যাস না থাকায় কেউ টিন কেটে চুলা বানিয়ে তাতে লাকরি দিয়ে, কেউবা আবার মাটির চুলায় কষ্ট করে রান্না-বান্নার কাজ শেষ করছেন। কিন্তু মাটির চুলায় রান্না করে অনেকেরই আবার কর্মস্থলে যেতে হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা পরে।

কিছু এলাকায় ভোর সকালে নিভু-নিভু গ্যাস থাকলেও তাতে হাড়িও গরম হয়না বলে জানান গৃহিণীরা। অনেকেরই খাওয়া দাওয়া করতে হচ্ছে হোটেলে। এছাড়া উপজেলার রেস্তোরা গুলোতেও ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

উপজেলার শিল্প কারখানা মালিকরা জানান, গত ৫ দিন ধরে উপজেলায় গ্যাসের তীব্র সংকট। এতে করে আমরা ভাল করে উৎপাদন করতে পারছি না। উৎপাদন না শ্রমিকদের বেতন দিবো কোথা থেকে। শুনেছি কোথায় যেন গ্যাস লিকেজের কাজ চলছে। তিতাস কর্তৃপক্ষকে গ্যাস লিকেজ মেরামতের দাবি জানাচ্ছি। দ্রুত গ্যাস সংকট না কাটলে আমরা কোটি কোটি টাকা ক্ষতির সম্মূখীন হবো।

কথা হয় ভুলতা এলাকার এক গৃহিনী রানী বেগমের সঙ্গে তিনি বলেন, গ্যাস না থাকায় বাধ্য হয়ে লতাপাতা ও লাকরি এনে মাটির চুলায় রান্না করছি। গত ৫ দিন ধরে মাটির চুলায় রান্না করতে হচ্ছে। গ্যাস মাঝেমাঝে একটু আধটুকু আসলেও একটু পরেই আবার চলে যায়। কবে যে এই সমস্যা থেকে মুক্তি পাবো জানি না। গ্যাস সংকট নিরসনে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

চায়ের দোকানি রনি বলেন, আমি বাড়িতে ছোট একটি চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছি। সারাদিন গ্যাসের চাপ এতই কম থাকে যে চায়ের কেটলির পানিও গরম হতে ঘণ্টাখানেক সময় লেগে যায়। তাই বাধ্য হয়ে গ্যাস সিলিন্ডার ব্যবহার করছি। গ্যাস না থাকায় গ্যাস বিলের পাশাপাশি অতিরিক্ত খরচ বহণ করতে হচ্ছে। গত ৫ দিন ধরে এ সমস্যা পোহাচ্ছি।

কথা হয় রেস্তরোয়ায় খাবার কিনতে আসা রহমানের সঙ্গে তিনি বলেন, গ্যাস না থাকায় বাড়িতে রান্না হয়নি। তাই রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে যেতে হচ্ছে।

এ ব্যাপারে তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মিজবাহ-উর রহমান মুঠোফোনে বলেন, গত শুক্রবার আদমজী ইপিজেডের পলমল ফ্যাশনের পাইলিং করার সময় গ্যাস পাইপ ফেটে যাওয়ার ঘটনায় মেরামত কাজ চলছে।

সেখানে কাজ করার সময় ৪০ ফিট নিচে ২৪০ টন ওজনের পাইলিং রিগ ডেবে যায়। যার জন্য মেরামত কাজে সময় বেশি লাগছে। আশা করি দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell