নগর সংবাদ।।নারায়ণগঞ্জ জেলার র্যাব-৩ এর অভিযানে বন্দর এলাকা থেকে ৫৮ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৩১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম-সুবাষ কুমার রায় (৩০), ও মো. ফারুক মিয়া (২২)। সোমবার (১ আগস্ট) র্যাব-৩ এর পুলিশ সুপার ও স্টাফ অফিসার বীণা রানী দাস এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। এবং তারা জানিয়েছে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
তিনি আরও বলেন, প্রধান আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় চুরি, হত্যার সহায়তা এবং মৃত্যুর হুমকি প্রদানের জন্য ৩ টি মামলা ও নারায়ণঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ১টি মাদক মামলাসহ সর্বমোট ৪ টি মামলা রয়েছে এবং ২ নং আসামির বিরুদ্ধে ডিএমপি যাত্রাবাড়ি থানায় ১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।