নগর সংবাদ।।শেরপুরের নালিতাবাড়ীতে সমেলা খাতুন (১৯) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার গোল্লারপাড় গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে, সমেলাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার স্বজনরা। পরে এ ঘটনায় স্বামী সুজাত আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পারিবারিক সূত্র জানায়, প্রায় এক বছর আগে নালিতাবাড়ীর গোল্লারপাড় গ্রামের কাসু মিয়ার ছেলে সুজাত আলীর সঙ্গে সমেলার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক নানা বিষয়ে প্রায়ই কলহ লেগে থাকতো। সোমবার রাতেও উভয়ের মাঝে কলহ বাধে। একপর্যায়ে মধ্যরাতে সমেলার স্বামী তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। শেরপুরে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুজাত আলী পুলিশকে জানান, ঝগড়ার পর তার স্ত্রী নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরে তিনি টের পেয়ে স্ত্রীকে নামিয়ে হাসপাতালে নেন।
তবে সমেলার স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে সুজাত আলী সমেলাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, সমেলার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সুজাতকে আটক করে মামলার প্রস্তুতি চলছে।