শনিবার ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৮
শিরোনামঃ
ফুটপাত অস্থায়ী দোকানি ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে-বাড়ছে দুর্ঘটনা ঝুঁকিতে জনসাধারন অমর একুশে জুলাই কে সামনে রেখে, মিছিল ও সভা করলেন , বরানগর পৌরসভার, ৭,৮,ও ১০ ওয়ার্ড ভাড়াবাসা থেকে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার অভিনয়শিল্পী জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪জনই নিহত আমরা প্রতিশ্রুতি দিতে এসেছি-আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে নির্দেশ-প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মাসুকুল ইসলাম রাজিবের জন্মদিন আজ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশে নিয়ে, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ব্যাপক নাশকতা সহিংসতা-কারফিউ জারি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উপর হামলা কারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম-ইনকিলাব মঞ্চ।

সরকার ঘোষিত টানা ৪০ দিনের বিধিনিষেধ শেষে ফের চালু হচ্ছে গণপরিবহন।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১১, ২০২১, ১:০৪ পূর্বাহ্ণ
  • ২৭৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সরকার ঘোষিত টানা ৪০ দিনের বিধিনিষেধ শেষে ফের চালু হচ্ছে গণপরিবহন।

দীর্ঘ ৪০ দিন পর নারায়ণগঞ্জে ঘুরবে গণপরিবহনের চাকা। বুধবার (১১ আগস্ট) কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি জেলা থেকে বিভিন্ন গন্তব্যে ছুটে বেড়াবে বাস, ট্রেন ও লঞ্চসহ নানা পরিবহন। এবং জেলার ভেতরও বিভিন্ন গন্তব্যে চলাচল করবে ছোট-বড় যানবাহন। হাজার হাজার যাত্রীর পদচারণায় মুখরিত হয়ে উঠবে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল, চাষাড়া ও নারায়ণগঞ্জ রেলস্টেশন, লঞ্চ ঘাট, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল মোড়, সোনারগাঁয়ের কাঁচপুর, মোগড়াপাড়া চৌরাস্তা, বন্দরের মদনপুর চৌরাস্তা, ফতুল্লার পঞ্চবটীসহ বিভিন্ন পয়েন্ট।

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুরোধে সরকার ঘোষিত টানা ৪০ দিনের বিধিনিষেধ শেষে বুধবার থেকে ফের চালু হচ্ছে গণপরিবহন। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে আগের মতো স্বাভাবিক ভাড়ায় চলবে পরিবহনগুলো।
মঙ্গলবার (১০ আগস্ট) নারায়ণগঞ্জের বিভিন্ন বাস, লঞ্চ ও রেলস্টেশন ঘুরে দেখা গেছে, গণপরিবহন চালুর জন্য ব্যস্ত সময় পার করছেন মালিক-শ্রমিক ও কর্মচারীরা।

আলাপকালে শ্রমিকরা জানান, ৪০ দিন পর স্বাভাবিকভাবে কাজে ফিরে যেতে পারবে বলে তাদের আনন্দ হচ্ছে। এতদিন বিধিনিষেধে কাজ না থাকায় পরিবার নিয়ে দুর্বিষহ জীবন কেটেছে। কাল থেকে গণপরিবহনের চাকা ঘুরলে মজুরি পাবেন। সংসারের প্রায় থমকে যাওয়া চাকা আবার সচল হবে বলে মন্তব্য করেন শ্রমিকরা।

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনের বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা হয়। এরমধ্যে জামাল মিয়া ও আক্কাস আলী নামে দুই শ্রমিক জানান, বাস চালু হবে অনেক খুশি লাগছে। দীর্ঘদিন গাড়ি বন্ধ থাকায় চরমভাবে অর্থ সংকটে পড়েছি। পরিবার নিয়ে অনেকটা মানবেতর জীবন-যাপন করতে হয়েছে। কারো কাছে হাতও পাততে পারি নাই। তবে বাস চালুর খবরে তারা আনন্দিত হলেও শংকাও কাজ করছে তাদের মধ্যে, যদি আবারো লকডাউন হয়।

চাষাড়া-আদমজী-চিটাগাং রোড রুটে চলাচলকারী দুরুত্ব গাড়ির শ্রমিক সোহাগ জানায়, বিকালে ওস্তাদ ফোন করে কইছে সকালে আইতে। গাড়ি আবার চলবো। আনন্দ লাগতাছে। কতদিন বইয়া রইছি। কোন কাম নাই। হাতে টেহা-পয়সাও নাই। অনেক কস্ট করছি।

এদিকে জীবন-জীবিকার প্রয়োজনে বিধিনিষেধ উঠে গেলেও নারায়ণগঞ্জে করোনার প্রকোপ কমেনি। বরং বাড়ছে। সবশেষ গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে আরও ২ জনের মৃত্যু ও ৩০৪ জন আক্রান্ত হয়েছে।

তবে স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা শতভাগ মানুষকে মুখে মাস্ক পরাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। অন্যথায় সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell