বৃহস্পতিবার ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৩
শিরোনামঃ
Logo হায়রে ফেজবুক টেলিগ্রামে প্রেম: নোয়াখালীর মাদরাসা ছাত্রীকে পতিতালয়ে বিক্রি Logo রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে ‘নির্বাচনে ডিসি-এসপি-ইউএনও-ওসি রদবদল-প্রধান উপদেষ্টার প্রেস সচিব। Logo ৯ই জুলাই সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে বেশ কয়েকটি জায়গায় অশান্তি ও সংঘর্ষ। Logo আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি,৩২ ভরি স্বর্ণালংকার ১ লাখ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায় Logo কেরানীগঞ্জ এলাকায় ভাঙরি ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করে যুবককে হত্যা,আটক Logo চৌহালীতে মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার Logo অন্বেষণ ২০২৫ পাশ্চাত্য বৈদিক সঙ্ঘ ১০০ তম বর্ষে পদার্পণ , চিত্র প্রদর্শনীর শুভ সূচনা Logo সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু : মোমিন মেহেদী Logo যাত্রাবাড়ী এলাকার বাসায় ডাকাতদের মারধরে স্বামীর মৃত্যু,ছুরিকাঘাতে গুরুতর আহত স্ত্রী Logo সরকারবিরোধী মিছিল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার

সাকিবের ধারণা, ‘হয়তো প্রতি ম্যাচেই আমরা ১০-১৫ রান করে বেশি করতে পারতাম।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১১, ২০২১, ১:৪৮ পূর্বাহ্ণ
  • ৫৪৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।অস্ট্রেলিয়াকে ৪-১ ’এ সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এটা সবার জানা। বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন। ব্যাটিংটা প্রত্যাশিত মানে পৌঁছেনি। বাংলাদেশের ওপেনাররা একদমই ভাল খেলেননি। সেগুলো খালি চোখেই দেখা গেছে। আসলে কেমন ছিল টিম বাংলাদেশের পারফরমেন্স?

এ সিরিজ সেরা সাকিব আল হাসান মনে করেন, ‘বোলিংটা খুব ভাল হয়েছে। বোলাররা ধারাবাহিকতা বজায় রেখেই বোলিং করেছেন।’ তার আশা সামগ্রিকভাবে বোলিংটা ভাল হয়েছে। বিশ্বকাপ পর্যন্ত এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অবশ্যই ভাল কিছু করা সম্ভব।

পাশাপাশি অসন্তুষ্টিও আছে। সাকিবের ধারণা, ‘হয়তো প্রতি ম্যাচেই আমরা ১০-১৫ রান করে বেশি করতে পারতাম। উইকেট এতটাই কঠিন ছিল যে, তা নতুন ব্যাটসম্যানের জন্য খুবই কঠিন ছিল।’

সাকিব মনে করেন. জিম্বাবুয়ের সাথে জয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে বড় জয়ও তাদের আত্মবিশ্বাস বাড়ানোর বড় টনিক হতে পারে।

লো স্কোরিং গেমের প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘স্কোরকার্ড দেখে হয়তো অতটা আত্মবিশ্বাসী মনে নাও হতে পারে। তবে জিম্বাবুয়ে সিরিজ জয়, এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, এরপর নিউজিল্যান্ডের সঙ্গে আছে, এসব আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে বিশ্বকাপের দিকে এগিয়ে চলার পথে। আমার মনে হয় ভালো প্রস্তুতিই হবে।’

‘মন্থর, নিচু বাউন্স ও টার্নিং উইকেটে খেলেছি আমরা’- এমন অকপট স্বীকারোক্তির পরও সাকিবের অনুভব দলের জন্য জয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ‘এই আত্মবিশ্বাসটা থাকলে দলের ভেতর মোরাল অনেক ভালো থাকে এবং জেতার যে মানসিকতা, তা তৈরি হয়।’

সাকিব স্বীকার করেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তার বাড়তি মোটিভেশন ছিল। কেন? তার ব্যাখ্যাও আছে। তার ভাষায়, ‘যখন বড় বড় দলগুলির সঙ্গে খেলা হয়, যারা নরম্যালি আমাদের দেশে সফরে আসে না নিয়মিত, তখন বাড়তি মোটিভেশন থাকে। তাদের সঙ্গে খেলা হলে একটু বাড়তি মোটিভেশন নিয়েই খেলতে নামি। যেহেতু আমাদের জিম্বাবুয়েতে একটা ভাল সিরিজ গেছে এবং সবাই খুব মোটিভেটেড ছিল যে এই সিরিজটাও আমাদের ভালো করতে হবে, যেহেতু আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে কখনও সিরিজ জিতিনি এবং এটা একটা সুযোগ ছিল, তাই আমরা সবাই চেয়েছিলাম যেন দলগতভাবে ভালো করতে পারি। সেটাই হয়েছে।’

আগের ম্যাচে এক ওভারে ৫ ছক্কা হজম এবং ৪ ওভারে ৫০ রান দিয়ে ফেলা। কেমন প্রতিক্রিয়া হয়েছে? সাকিব বলেন, ‘অবশ্যই আমি মানুষ (হাসি)। এফেক্টেড অনেকেই হয়, অনেকে হয় না, আমি হয়তো নিজেকে ওইভাবে তৈরি করে নিতে পেরেছি। আমার সারাউন্ডিংস এমনই যেখানে আমাকে এফেক্ট করার সম্ভাবনা (শঙ্কা) কম থাকে। সেদিন থেকে আমি অনেক লাকি।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell