মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
সাবেক সাবেক ডাকসু সদস্যের উদ্যোগে দিনাজপুরের খানসামায় চার শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরাঞ্চলের জনপদ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতে সময় মতো কাজে যেতে পারছেন না তারা। নেই পর্যাপ্ত শীতবস্ত্র। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের দাপট। দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ।
হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গরিব অসহায় দুঃস্থদের এই শীতের কষ্ট কিছুটা লাঘব করতে, বুধবার ৩১ জানুয়ারি সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য পক্ষে ও জনতা ব্যাংক পিএলসি এর সৌজন্যে খানসামা উপজেলার রামকলা বাজারে এসব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সাবেক এই ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, ” সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব বলে মনে করি। সেই সাথে দেশের সকল মানুষকে আহবান জানাই সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় শীতার্তদের পাশে এগিয়ে আসুন। সবাই মিলে সুন্দর, মানবিক বাংলাদেশ গড়ে তুলি”।