নগর সংবাদ।।সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে পরিবহনে চাঁদাবাজিকালে মো, শাহ আলী (৪৫) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এসময় তার কাছ থেকে চাঁদাবাজির ১২৩০ টাকা উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃত মো, শাহ আলী বন্দর উপজেলার সোনাচড়া গ্রামের মৃত রূপচানের ছেলে। শুক্রবার (১০ ডিসেম্বর) এতথ্য নিশ্চিত করেছে র্যাব-১১’র মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু।
মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেপ্তারকৃত মো, শাহ আলী দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঢাকাগামী মহাসড়কের পূর্ব পাশের্^র ফুটওভার ব্রিজের নিচে চাঁদাবাজি করে আসছে।
সে টেম্পু, সিএনজি ও লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ী চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি প্রদর্শন করে গাড়ী প্রতি দৈনিক ১৫০ থেকে ২৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।
তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।