সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ১০ মামলা আসামি মাদক কারবারি রফিকুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, রফিকুলের বিরুদ্ধে ৬টি মাদক ও ৪টি মারামারির মামলা এবং মুলতবি ওয়ারেন্ট রয়েছে। তিনি সদর উপজেলার শীর্ষ তালিকাভুক্ত মাদক কারবারি।