নগর সংবাদ।। সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে চৌদ্দ বছরের এক কিশোরীকে গণ ধর্ষনের ঘটনায় ফকির মিয়া(২৫) ও তরিকুল ইসলাম(২৪) নামের দু’ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের প্রেরন করা হয়েছে সুনামগঞ্জ জেল হাজতে। মঙ্গলবার রাতে তাদের নিজ-নিজ বাড়ি থেকে গ্রফতার করে থানা পুলিশ। ফকির মিয়া উপজেলা ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামের তেরাই মিয়ার পুত্র ও টমটম চালক তরিকুল ইসলাম একই এলাকার নেছার আলীর পুত্র। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা ভিকটিম ১৬ জুন রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে রের হলে তাকে দুর্বৃত্তরা অপহরণ করে অন্যত্র নিয়ে যায়। প্রায় ১৫ দিন ধরে বিভিন্ন এলাকায় রেখে তাকে পালাক্রমে গণধর্ষন করে অপহরানকারীরা। ৩১ জুলাই রাতে ভিকটিমকে হাত-পা বেঁধে তার বাড়ির আঙ্গিনা রেখে পালিয়ে যায় ধর্ষনকারীরা। সকালে পরিবারের লোকজন হাত-পা বাঁধা অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় ৩ আগষ্ট ভিকটিম বাদী হয়ে ফকির মিয়া, তরিকুল ইসলাম ও ভাতগাঁও গ্রামের হিরন আলীর পুত্র মাহতাব আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাতক থানায় একটি মামলা(নং-০৩) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করা হলেও মাহতাব আলী পলাতক রয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।