মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সুবর্ণখুলী সাবুদের হাট বলাকা স্পোটিং ক্লাবের আয়োজনে আট টিম বিশিষ্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবুদের হাট মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেয়াল অংশগ্রহণ করেন সুবর্ণখুলী ইসলামিয়া স্পোটিং ক্লাব বনাম নিজ পাড়া কুন্দপুকুড় নীলফামারী।
৩ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াহিয়া সরকারের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান শাহ্ বিশিষ্ট ব্যবসায়ী,প্রধান উদ্বোধক হিসেবে ছিলেন মোঃ তায়েজ উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী , প্রধান পৃষ্ঠপোষক মোঃ সফিকুল ইসলাম প্রতিষ্ঠাতা ও পরিচালক ব্রাইট ফিউচার স্কুল টঙ্গুয়া বাজার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক, সুলতান আলী কীটনাশক ব্যবসায়ী সাবুদের হাট, মোঃ রশিদুল ইসলাম কাপড় ব্যবসায়ী রামকলা বাজার, রফিকুল ইসলাম (বাছ্ছাউ) মাংস ব্যবসায়ী সাবুদের হাট, মোঃ রশিদুল ইসলাম (রাসু) ব্যবসায়ী চৌরঙ্গী বাজার, ডা: মরিয়ম আক্তার ডি এইচ এম এস ঢাকা, এবং ধারাভাষ্যক হিসেবে ছিলেন রিপন। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি আসাদুজ্জামান শাহ্ তার বক্তব্যে বলেন, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো। ফুটবল টুর্নামেন্টে সুবর্ণখুলী সাবুদের হাট ইসলামিয়া ক্লাব দল ১-০ গোলে নিজপাড়া কুন্দপুকুড় ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি বড় খাসি ছাগল ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ছোট খাসি ছাগল।