
সুবর্ণচরে এই প্রথম বিক্রয় প্রতিনিধি জোটের উপজেলা কমিটি গঠন ও আলোচনা সভা
নোয়াখালী প্রতিনিধি :
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের (BBPJ) এই প্রথম সুবর্ণচর উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় উপজেলার চর জব্বর থানার মোড়ে রাজ দরবার পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (BBPJ)নোয়াখালী জেলা শাখার সভাপতি দিদারুল ইসলাম জাহিদ, প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফোরকান,
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জুয়েল,
বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হাসান ও হেলাল উদ্দিন।
এছাড়া আলোচনায় অংশ নেন, আশরাফুল ইসলাম, আবুল রশিদ, ইমাম হোসেন, এবং বাবুল হোসেন মাস্টারসহ প্রমূখ।
সভাটি সঞ্চালনা করেন এন আই ফারুক।
সভায় সভাপতিত্ব করেন,বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (BBPJ) এর প্রধান উপদেষ্টা বিপ্লব সাহা স্বাধীন।
সভায় সার্বিক তত্ত্বাবধান করেন, প্রধান উদ্যোক্তা ও উপদেষ্টা দিপংকর দাস,,এবং দায়িত্বশীল ব্যক্তি মো. আলা উদ্দিন, আলী আকবর, ও মো. সাইফুল ইসলাম।
সভায় বক্তারা বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরিশেষে নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এ বিভাগের আরও খবর...