নগর সংবাদ।।নোয়াখালীর সোনাইমুড়ীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মো. বাহার উল্যাহ (৩২) নামের প্রবাসফেরত এক যুবক।
বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার পশ্চিম নাটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
বাহার উল্যাহ পশ্চিম নাটেশ্বর গ্রামের আলী আজ্জম মাস্টার বাড়ির আবদুল মান্নানের ছেলে। তিনি ১০ দিন আগে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দক্ষিণ আফ্রিকা থেকে দেশে এসে বাহার উল্যাহ জানতে পারেন তার স্ত্রী অন্য এক ছেলের সঙ্গে উধাও হয়ে গেছেন। কয়েকদিন অনেক চেষ্টা করেও তাকে ফেরাতে পারেননি। এজন্য হতাশাগ্রস্ত ছিলেন বাহার।
বুধবার দুপুরে তার শয়ন কক্ষের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে তার বাবা আবদুল মান্নান বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেন।