সোনারগাঁওয়ের পূর্ব সনমান্দি গ্রামে মামলা তুলে না নেয়ায় বাদী মো. সজীবের বাবা সিরাজুল ইসলামকে (৫০) একই গ্রামের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. মোক্তার (৩০) গলা টিপে হত্যার চেষ্টা চালিয়েছে।
এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে সিরাজুল ইসলামের স্ত্রী শাহনাজ বেগমকেও (৪৫) সন্ত্রাসী আক্তার, তার বাবা আ. লতিফ, তাদের সহযোগী সালেহা বেগম (৪৫) এবং অজ্ঞাত আরও ৪/৫ জন ভাড়াটে সন্ত্রাসী।পিটিয়ে গুরুতর আহত করেছে।
এ ব্যাপারে সিরাজুল ইসলামের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে রোববার (২ অক্টোবর) সোনারগাঁও থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। এতে উল্লেখ করা হয়, জমি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় আসামিদের বিরুদ্ধে ২০১৯ সালের ৩০ এপ্রিল মামলা করেন (৭৫/০৪/১৯) সিরাজুল ইসলামের ছেলে সুমন।
ওই মামলার প্রধান আসামি সন্ত্রাসী মোক্তারের ছোট ভাই মো. জাকির গোপনে বিদেশে পালিয়ে যায়। এ তুলে না নেওয়ায় গত শুক্রবার রাতে প্রতিবেশী আ. লতিফ (৬০) ও তার এক ছেলে মোক্তার (৩০) এবং তাদের সহযোগী সালেহা বেগম (৪৫) ভাড়াটিয়া সন্ত্রাসীসহ পূর্ব পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে বাদীর পরিবারের সদস্যদের গুরুতর আহত করে।
একপর্যায়ে সন্ত্রাসী মোক্তার সিরাজুল ইসলামের টুটি চেপে ধরে হত্যার চেষ্টা করে। এ সময় তাদের আর্ত চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিতিৎসার পর রোববার থানায় মামলা করেন সিরাজুল ইসলাসের স্ত্রী। থানায় বারবার অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ ভূক্তভুগী পরিবারটির। এখন পর্যন্ত কোন আসামি ধরতে না পারায় এলাকাবাসীও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।