আজ ১২ই জানুয়ারী শুক্রবার , স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিবস, বিধান সরণি ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে স্বামী বিবেকানন্দের নিজ বাসভবনে আজ সকাল থেকেই অগণিত ভক্তদের সমাগমে স্বামীজীর জন্ম দিবস পালিত হয় এবং তার মূর্তিতে মালা দিয়ে স্বামীজিকে স্মরণ করেন ,
বিভিন্ন দলের নেতা নেত্রী এবং রামকৃষ্ণ মিশনের সকল সহৃদয় গুরুদেবরা, এছাড়াও স্বামীজিকে স্মরণ করেন বিভিন্ন সংস্থার ছেলেমেয়েরা ওই স্কুলের ছাত্রছাত্রীরা, সকাল থেকেই শুরু হয়ে যায় বন্যার্ধ শোভাযাত্রার মধ্য দিয়ে স্বামীজিকে স্মরণ করা সারাদেশে তেমনি এই বিবেকানন্দ রোডের সংযোগস্থলে স্বামীজীর মূর্তির সামনে , বিজেপির তরফ থেকে মাল্যদান করেন এবং পুষ্পস্তবক দিয়ে স্বামীজিকে স্মরণ করেন শুভেন্দু অধিকারী মহাশয়, এছাড়াও পুষ্পস্ত ভক্তি স্মরণ করেন, সংসদ শান্তনু সেন, মন্ত্রী শশী পাঁজা, শ্রেয়া পান্ডে, বাবুন ব্যানার্জী সহ অন্যান্য নেতা ও নেত্রীরা,
এরপর বেলা দুটো নাগাদ মাননীয় অভিষেক ব্যানার্জীর আসার কথা থাকলেও ,তিনি তার সময় পরিবর্তন করে তিনটে দশ নাগাদ স্বামীজীর বাসভবনে আসেন এবং রামকৃষ্ণ মিশনের গুরুদেবের সহিত তিনি স্বামীজী কে পুষ্পস্তবক দিয়ে স্মরণ করেন। কিন্তু অভিষেক ব্যানার্জী আসার অনেক আগে থেকেই সারা এলাকা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়, কোন ভাবে যেন কেউ প্রবেশ করতে না পারে। এবং রাস্তা দু’ধারে অভিষেক ব্যানার্জির জন্য অনুগামীরা অপেক্ষা করতে থাকেন।
পুষ্পস্তবক দিয়ে স্বামীজীকে স্মরণ করার পর, তার বাসভবন ঘুরে এসে সাংবাদিকদের সম্মুখীন হলে, তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের আগেই জানিয়ে দেন , আজকে কোনরকম রাজনৈতিক প্রশ্ন বা আলোচনা হবে না, যার জন্মদিন নিয়ে আজকে সবাই এখানে উপস্থিত, আমি সেই সম্বন্ধে দুই একটি কথা বলতে চাই।
কারণ স্বামীজী রাজনীতিবিদ ছিলেন না, তিনি মানুষকে আলোর পথ দেখিয়েছেন, মানুষকে চলার পথ শিখিয়েছেন ,তাই আজ যে এই শুভ দিনে রাজনীতির আলোচনা করবেন ,আমি মনে করি তিনি স্বামীজী ভক্ত নয় বা স্বামীজীর অনুগামী নয়। তাই আজ শুধু স্বামীজী কে নিয়েই আমাদের এগিয়ে চলার পথ তৈরি হবে,