প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১০:৫১ অপরাহ্ণ
হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার
হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার
মীরসরাই থানার ২টি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সালাহ উদ্দিনকে দীর্ঘ ২২ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মো. সালাহ উদ্দিন (৪৮), একই থানার ডোমখালী এলাকার আমির আহাং মৌলভীর ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, মীরসরাই থানার ২টি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সালাহ উদ্দিন নগরের চাঁদগাঁও থানার কালুরঘাট এলাকায় অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে মো.সালাহ উদ্দিনকে গ্রেফতার করা হয়।
তিনি আর ও জানান, মো. সালাহ উদ্দিন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২২ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.