বরগুনা জেনারেল হাসপাতালের রান্নাঘরের পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে ওই হাসপাতালের রান্নাঘরের পাশে পরিত্যক্ত স্থান থেকে নবজাতক উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে বরগুনা জেনারেল হাসপাতালের রান্নাঘরের পাশে পরিত্যক্ত স্থান থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান হাসপাতালের এক কর্মচারী। পরে নবজাতকটিকে উদ্ধার করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে শিশুটি। শিশুটি শারীরিকভাবে অসুস্থ। তাদের মতে শিশুটি অনুমানিক বয়স এক থেকে দুই দিন। ওজন প্রায় আড়াই কেজি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, উদ্ধার হওয়া নবজাতকটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (এর.এম.ও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, যখন হাসপাতালে আনা হয়, তখন নবজাতকটি অসুস্থ ছিল। শিশুটির শরীরে পিঁপড়া জড়িয়ে ছিল। পিঁপড়ার কামড়ে লাল লাল গোটা উঠে গেছে নবজাতকের শরীরে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। হাসপাতাল কর্তৃপক্ষ সদর থানা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।