প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ২:১৮ পূর্বাহ্ণ
১৫ তম বর্ষে পদার্পণ করলো, বরানগর ষষ্ঠীতলার বিশ্বাস বাড়ীর স্বরস্বতী পূজো ২০২৪
১৫ তম বর্ষে পদার্পণ করলো, বরানগর ষষ্ঠীতলার বিশ্বাস বাড়ীর স্বরস্বতী পূজো ২০২৪
“”শম্পা দাস,সম্পাদক,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
, আজ ১৪ই ফেব্রুয়ারী বুধবার, বরানগর ষষ্ঠীতলায়, বিশ্বাস বাড়ীর শ্রেয়াংশী ও শ্রেয়ান এর উদ্যোগে এই স্বরস্বতী পূজো পনেরো তম বছরে পদার্পণ করলো, এই পূজোর শুভ সূচনা করেন
১৩ই ফেব্রুয়ারী বরানগর পৌরসভার ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলপনা নাহা ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা বসাক,
উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার সুব্রত নাথ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা, সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই পূজোর শুভ সূচনা হয়
শুভ সূচনার পর বিশিষ্ট অতিথিদের ব্যাচ উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করেন, প্রতিবারী এই পূজোয় তিনদিন ধরে অনুষ্ঠানের আয়োজন করা হয়, নাচ, গান,
আবৃত্তি,নাটক প্রভৃতি, সকল ছোটো ছোটো ছেলে মেয়েরা খুব আনন্দ উপভোগ ভোগ করে, এই পুজোকে সুন্দর ভাবে পরিচালনা করেন এবং সব সময় উৎসাহ দেন, শ্রেয়াংশী ও শ্রেয়ান এর বাবা সাহেব বিশ্বাস, মা পম্পা জানা বিশ্বাস,
দাদু রবীন্দ্র নাথ জানা, ঠাম্মা মৈত্রী বিশ্বাস, প্রতিমা শিল্পী মোহন বাঁশী রুদ্র পাল কুমারটুলি, যাহার প্রতিমা পনেরো বছর ধরে বিশ্বাস বাড়ীতে পূজিত হচ্ছে,
পূজোর উদ্যোগতারা জানালেন, কখনও আমাদের পক্ষে এই ভাবে পূজো করা সম্ভব হতো না,
যদি সবাই আমাদের পাশে না থাকে, তাই সকলের কাছে আমরা কৃতজ্ঞ।
এই ভাবে যেনো সবাই পাশে থাকে। পরিবেশ ও প্রতিমায় আমাদের বিচারে নগর টিভি তরফ থেকে বিশ্বাস বাড়ীর পুজোকে সম্মানিত করা হয়,
সম্মানিত করেন,শম্পা দাস,সম্পাদক,
নগর টিভি ,নগর সংবাদ পত্রিকা, নগর সংবাদ ২৪ ডটকম, সম্পাদক, কলকাতা, ভারত, ব্যুরো, শম্পা দাস,
“”শম্পা দাস,সম্পাদক,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো”
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.