১৭ ডিসেম্বের মঙ্গলবার সন্ধ্যায় খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ি ইউনিয়নের তেবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১৬ ডিসেম্বের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন মোঃ দলিল উদ্দিন শাহ ,প্রধান শিক্ষক উত্তর ভেড়ভেড়ী শাপলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জাহিদুর রহমান (জাহিদ) সদস্য আহবায়ক কমিটি খানসামা উপজেলা বিএনপি, সহ -সভাপতি হিসেবে ছিলেন খাইরুল আলম,সদস্য আহ্বায়ক কমিটি খানসামা উপজেলা বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান আসাদ শাহ, শিক্ষক ও স্বত্বাধিকারী পাকের হাট মটরস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রৌফ,আহ্বায়ক ছাত্রদল খানসামা উপজেলা। এবং মোঃ হারুন অর-রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী চৌরঙ্গী বাজার খানসামা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ হাসনাত আবদুল হাই (বাদল),যুগ্ন আহবায়ক স্বেচ্ছাসেবক দল ২নং ভেড়ভেড়ী। মিজানুর রহমান মিজান, সদস্য ৯ নং ওয়ার্ড বিএনপি । মোঃ এম এইচ মুন্না, নবিন অভিনেতা, বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন। মোঃ মমিনুল ইসলাম, সমাজসেবক। মোঃ রশিদুল ইসলাম (রাশু), বিশিষ্ট ব্যবসায়ী ও সদস্য ২ নং ওয়ার্ড বিএনপি। মোঃ সাফিয়ার রহমান (সাফি), বিশিষ্ট ব্যবসায়ী চৌরঙ্গী বাজার। মোঃ আমিনুর রহমান, সদস্য ৯ নং ওয়ার্ড বিএনপি। সভাপতির বক্তব্যে মোঃ জাহিদুর রহমান (জাহিদ) অন্তর্বর্তী সরকারের পাশাপাশি এই কনকনে শীতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আসাদুজ্জামান আসাদ শাহ বলেন, এটি একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ। অনেক অসহায় মানুষের শীত বস্ত্র কেনার সামর্থ্য থাকেনা। তিনি আরো বলেন একটি দারিদ্রমুক্ত টেকসই দেশ গঠন করতে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বয়ক হিসেবে কাজ করতে হবে। উক্ত আলোচনা সভা সাংস্কৃতিক ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন, মোঃ আনারুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল, মোঃ সাব্বির , মোঃ হারুন, মোঃ সাজেদুল, মোঃ সফিকুল, মোঃসেজান,মোঃ রিজু, মোঃ সামিম।