শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৫
শিরোনামঃ
শবে মেরাজের গুরুত্ব(লাইলাতুল মেরাজ) সরস্বতী প্রতিমার কাজে ব্যাস্ত কুমারটুলির মহিলা মৃৎশিল্পী থেকে অন্যান্য শিল্পীরা। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫  সমাপনী চৌহালীতে বিনামূল্যে ঁহাস বিতরণ  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এমন কিছু করছি না যে পরবর্তী সরকারকে এসে উল্টেপাল্টে দিতে হবে-পররাষ্ট্র উপদেষ্টা দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা অগ্রণী- সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বরানগর পৌরসভার রবীন্দ্র ভবনে শুভ সূচনা হলো – নবম নাট্য উৎসব ২০২৬ । রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ২৪ ঘণ্টায় -গ্রেফতার ৫৩ । বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে, মনীষী স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস পালন করেন।

১ জানুয়ারি বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু মাস ব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৬, ২০২৫, ২:৪৪ পূর্বাহ্ণ
  • ৫১ ০৯ বার দেখা হয়েছে

১ জানুয়ারি বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু মাস ব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

সিনিয়র রিপোর্টার।।

ঢাকা: আগামী ১ জানুয়ারি বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬।

এদিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এবার মেলার মূল আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’ প্রাঙ্গণ, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস জানার সুযোগ পাবেন। ইপিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ এর উপলক্ষ্যে ২৯ ডিসেম্বর বেলা ১১টায় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সংবাদ সম্মেলনে মেলার সার্বিক দিক তুলে ধরবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মেলাটি যৌথভাবে আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

এ বিষয়ে ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ জানান, এবারের মেলায় ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানের স্টল থাকতে পারে।

২৯ ডিসেম্বর মেলার সার্বিক আয়োজনের দিক সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে। এবারের মেলায় আফগানিস্তানের কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানানো নিয়ে আলোচনা চলছে।
ইপিবি সূত্রে জানা গেছে, এবার মেলার মূল আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’ প্রাঙ্গণ, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস জানার সুযোগ পাবেন। এখন পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলছে কর্মব্যস্ততা।

এরই মধ্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এবার মেলায় ছোট-বড় মিলিয়ে ৩৫০টির বেশি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। ক্রেতা-দর্শনার্থীদের সুবিধায় থাকছে ই-টিকিটিং ব্যবস্থা। টিকিটের দাম গতবারের মতোই ৫০ টাকা রাখা হয়েছে। এছাড়া, শিশুদের বিনোদনের জন্য থাকছে দুটি শিশুপার্ক।

এদিকে গত ১৮ আগস্ট রপ্তানি উন্নয়ন বোর্ডের (ইপিবি) কার্যালয়ে ১৪৮তম পরিচালনা পর্ষদের বৈঠকে ডিআইটিএফ এর নাম বদলে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেলার সঙ্গে ‘আন্তর্জাতিক’ নামটি নিয়ে প্রশ্ন ওঠে। কারণ শুরু থেকে দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতা নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হলেও বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণ ছিল খুব কম।

সে সময় বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতা নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের লক্ষ্য ছিল-বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন। সেই সঙ্গে স্থানীয় বাজারের সঙ্গে তাদের পরিচিত করানো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক বিদেশি প্রতিষ্ঠান দূতাবাস বা সরকারি প্রতিনিধিদলের মাধ্যমে অংশগ্রহণ না করে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিচ্ছে। ফলে পণ্য ও সেবার মান যাচাই করা যাচ্ছে না। অনেক সময় মানহীন বা স্থানীয়ভাবে তৈরি পণ্যও বিদেশি ব্র্যান্ড নামে উপস্থাপন করা হচ্ছে। বিদেশি ব্র্যান্ড বা উৎপাদকেরা সরাসরি না থাকায় ক্রেতারা প্রতারিত হচ্ছেন। প্রদর্শনীর আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সেই প্রেক্ষাপটে মেলা থেকে আন্তর্জাতিক নাম বাদ দেওয়া হয় ওই সময়।

তবে নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত সর্বশেষ বাণিজ্য মেলা স্টিয়ারিং কমিটির বৈঠকে বাতিল হয়েছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও বাণিজ্য মেলা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, মেলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাহিদা রয়েছে। ফলে মেলা থেকে আন্তর্জাতিক বিষয়টি বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এখন আগের মতো মেলা হবে। বিদেশিরাও এ মেলায় অংশ নেবে।

উল্লেখ্য, ঢাকার আগারগাঁওয়ে ডিআইটিএফ হয়ে আসছিল ১৯৯৫ সাল থেকে। পরবর্তীকালে চীন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ঢাকার পূর্বাচল নতুন শহরে ২০ একর জায়গায় নির্মাণ করা হয় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। ২০২২ সাল থেকে বাণিজ্য মেলা সেখানেই হয়ে আসছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell