প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৫:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২১, ২:০১ পূর্বাহ্ণ
অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের আজীবন ক্ষতিপূরণ দাবি
নগর সংবাদ।।নারায়ণগঞ্জ-রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেড সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রায় শতাধিক শ্রমিকদের আজীবন ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের পূর্ণ সু-চিকিৎসা সহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহা পরিদর্শকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী অধিকার সমন্বয় ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার। আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী অধিকার সমন্বয় ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মােঃ লিয়াকত হােসেন বেপারীর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রমিক কর্মচারী অধিকার সমন্বয় ফোরাম নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব এইচ রবিউল চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বস্ত্র ও পােশাক শিল্প শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী মােঃ আবু সুফিয়ান, জাগাে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি গাজী মােঃ নুরে আলম, বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি এডভােকেট মােঃ সুমন মিয়া, গার্মেন্টস টেইলার্স ওয়াকর্স লীগ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফরিদা ইয়াসমিন, জাতীয় গার্মেন্টস ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মােঃ হুমায়ুন কবির, বাংলাদেশ বস্ত্র ও পােশাক শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. সুমন হাওলাদার, জাগাে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মােঃ আশরাফ হােসেন, জাতীয় নীট ডাইং গার্মেন্টস ফেডারেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ রূপগঞ্জে অগ্নিকান্ডে নিহত ও আহত শ্রমিকদের প্রতি গভীর শােক ও সমবেদনা প্রকাশ করেন। এসময় তারা হতাহত শ্রমিকদের পক্ষে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। এসময় তারা বলেন, এটা অগ্নি দূর্ঘটনা নয় সরকারী সংশ্লিষ্ট কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের উপমহা-পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তাদের অবহেলার কারনে ঘটিত ঘৃনিত হত্যাকান্ড ও দূর্ঘটনা, এর দ্বায়দায়িত্ব যেমনি মালিকের রয়েছে তেমনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এর দ্বায়দায়িত্ব বহন করতে হবে। কারখানায় শ্রম আইন ও বিধি বিধান মানা হচ্ছে কিনা তা তদারকি কারার দ্বায়িত্ব কলকারখানা পরিদর্শক নারায়ণগঞ্জ আঞ্চলিক অধিদপ্তরের নিহত শ্রমিকের পরিবারকে আজীবন ক্ষতিপূরণ ও আহতদের সু-চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সরকার ঘটিত তদন্ত কমিটির রিপাের্ট নারায়ণগঞ্জ ক্রাইসিস কমিটির মাধ্যমে জণসম্মুখে প্রকাশ করতে হবে। প্রতিটি শিল্প কারখানা বিল্ডিং কোড এবং কারখানার আইন মেনে চলছে কিনা তা পর্যবেক্ষন করতে হবে। বাংলাদেশ শ্রম আইন বাস্তবায়ন করতে হবে । সকল কারখানায় ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন করতে হবে, শ্রমিকদের নিয়ােগপত্র, পরিচয়পত্র সহ নূন্যতম মুজুরী বাস্তবায়ন করতে হবে । বন্ধ কলকারখানা চালু করতে হবে। নিটিং, ডাইং ও প্রিন্টিং সহ সকল শ্রমিকের ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়ােগপত্র ও পরিচয়পত্র প্রদান করতে হবে। করােনা মহামারী চলাকালীন সময় কোন শ্রমিকের চাকুরীচ্যুত করা যাবে না। নারী শ্রমিকসহ সকল শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান করতে হবে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ১৫ ই জুলাই এর মধ্যে সকল শ্রমিকদের ঈদ বােনাস বেতন ভাতা পরিশােধ করিতে হবে। মানববন্ধন অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে ফোরামের প্রতিনিধিবৃন্দ স্মারক লিপি পেশ করেন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.