মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মাননীয় অগ্নি নির্বাপন মন্ত্রী সুজিত বোসের উদ্যোগে ও ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এনার্জি সার্ভিস এর পরিচালনায়,, একাডেমি ও ফাইন আর্টসে, এই প্রদর্শনী শুভ সূচনা হয়, ১৪ই এপ্রিল বিকেল চারটে, শুভ সূচনা করেন মাননীয় মন্ত্রী সুজিত বোস মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের বিভিন্ন অফিসারগণ।... প্রতিবছরের ন্যায় এ বছরও সাধারণ মানুষকে সজাগ করতে এই প্রদর্শনীর আয়োজন, এবং এই প্রদর্শনীতে যে সকল সরঞ্জাম মানুষের সামনে তুলে ধরা হয়েছে ,,সেগুলি সম্বন্ধে সাধারণ মানুষকে চেষ্টা করছেন বোঝানোর, আগুন লাগলে কি কি পদ্ধতিতে আগুন নেভানো যায় এবং কি কি ভাবে সতর্কতা অবলম্বন করা যায় ,,
সেই নিয়েই তারা প্রত্যেকটি দর্শককে বোঝানোর চেষ্টা করছেন, তবে তারা বলেন ,আমরা বড়দের কে বোঝাচ্ছি, কিন্তু আমরা বেশি করে জোর দিয়েছি ছোট ছোট ছেলে মেয়েদের উপর ,কারণ তাদের কম্পিউটার যুগে মাথার মধ্যে ঢুকে থাকে, শুধু তাই নয় অফিসাররা জানালেন সারাদেশে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে শপিং মল তৈরি হচ্ছে দোকান তৈরি হচ্ছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই এখনো ফায়ার সম্বন্ধে যেমন জানেষ নি, তেমনি ফায়ার সিকিউরিটি বসাইনি তাই আমরা সেই সকল বাড়ি ও দোকান দারদের সজাগ করার চেষ্টা করছি এবং দুর্ঘটনা থেকে কি কি করলে রক্ষা পাওয়া যায়। আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটা বাড়ি করলে বা একটা শপিংমল করলে বা একটা বহুতল বাড়ি করলে তার মধ্যে কি কি থাকা উচিত এবং মানুষ যাতে দুর্ঘটনা থেকে রেহাই পায়, তার জন্য কি কি রাগ করে রাখা উচিত আমাদের এই নিরাপত্তা সপ্তাহ থেকে তাদের কাছে বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করছি।.....।
অগ্নি দুর্ঘটনা থেকে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেবেন । অগ্নি দুর্ঘটনার স্থল থেকে একবার বেরিয়ে এলে আর ভেতরে যাবেন না একটি বৈদ্যুতিক প্লাগ থেকে একাধিক সংযোগ নিবেন না। অস্থায়ী বৈদ্যুতিক সংযোগ বা হকিং করবেন না। রান্নার সময় ঢিলা জামা কাপড় পড়বেন না। গ্যাসের গন্ধ পেলে কোন বৈদ্যুতিক সূইচ জ্বালাবেন না, রান্নাঘরে ধার্যবস্তু যেমন কেরোসিন ডিজেল পেট্রোল রাখবেন না, বাড়িতে অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা বা বাচ্চাদের রেখে কাজের জন্য কখনোই দূরে যাবেন না।....। অপ্রয়োজনে দমকল কেন্দ্রে ফোন করে বিভ্রান্তি সৃষ্টি করিবেন না। শিশুদের আগুন এর কাছে যেতে দেবেন না।এইগুলি যদি মেনে কাজ করে বা বাড়ি তৈরি করে তাহলে কোনমতে দুর্ঘটনা হতে পারে না দুর্ঘটনা থেকে সবাই রেহাই পাবে।