। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, চক্রটি দীর্ঘদিন যাবৎ সন্ধ্যায় মহানগরীসহ আশপাশ এলাকা হতে কৌশলে অটোরিক্সা ভাড়া নিয়ে থাকে।একপযায়ে সুকৌশলে অটোরিক্সার ড্রাইভারকে বিশেষ উপায়ে তৈরী চেতনানাশক মিশ্রিত বিস্কুট/কোমলপানীয় খাইয়ে মহাসড়কে ড্রাইভারকে ফেলে রেখে অটোরিক্সাটি নিয়ে চলে যায়।এক্ষেত্রে চেতনাহীন ড্রাইভার মহাসড়কে ভারী যানবাহনে পিষ্ট হয়ে মৃত্যুবরন করে।জিজ্ঞাসাবাদে উক্ত চক্রটি বেশ কয়েকটি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত চক্রের নেতৃত্বে একজন দলনেতা সকলকে পরিচালনা এবং দিক নির্দেশনা প্রদান করে বলেও জানা যায়।পুরো চক্রের অন্যান্য সদস্যদের সনাক্তকরন এবং গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ ০১।মোঃ শহিদুল ইসলাম আব্দুল শহিদ জাবেদ হোসেন (২৬), পিতা-মোঃ আব্দুল হাকিম, মাতা-মৃত হাজেরা বেগম, গ্রাম-শাকতলা র্যাব অফিসের সামনে মোসলেম সরদারের বাড়ী সংলগ্ন নুরু মিয়ার ২তলা বাড়ী, থানা- সদর দক্ষিন, জেলা : কুমিল্লা। ০২। মোঃ শরীফ (২৫), পিতা- মোঃ আব্দুল রব, মাতা- মৃত মনোয়ারা বেগম, গ্রাম-অম্বরপুর, ০৯ নং ওয়ার্ড, মহিচাইল ইউপি, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লা। ০৩। মোঃ রুবেল(২৮), পিতা- দেলোয়ার হোসেন, মাতা- দিলারা বেগম, গ্রাম-শাকতলা উত্তরপাড়া, মাষ্টার বাড়ী, থানা-সদর দক্ষিন, জেলা- কুমিল্লা। ০৪।মোঃ আমির হোসেন(৩২), পিতা-মৃত আরব রহমান, মাতা- মোছাঃ সেনোয়ারা বেগম, গ্রাম-গোবিন্দপুর, নদীর পাড়, ০১ নং ওয়ার্ড, শুভপুর ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা। ০৫। মোঃ সোহাগ হোসেন(২৫), পিতা- মৃত সুরুজ মিয়া, গ্রাম-গোবিন্দপুর, উত্তর পাড়া, মুন্সি বাড়ী, ০১ নং ওয়ার্ড, শুভপুর ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা। উদ্ধারকৃত আলামতঃ ১)চোরাই ৭(সাত)টি অটোরিক্সা, ২)চোরাই ৪টি অটোরিক্সার ব্যাটারী, ৩)চোরাই বেশ কিছু অটোরিক্সার যন্ত্রাংশ।