নগর সংবাদ।।অনলাইনে টাকা আয়ের কথা বলে একাধিক মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রতারণার অভিযোগে সাত প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (১১ ডিসেম্বর) বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিআইডির সাইবার ইউনিট।
রাতে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।
তিনি বলেন, অনলাইন প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপস ব্যবহার করে প্রতারণার অভিযোগে চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন সময় একাধিক মোবাইল অ্যাপ খুলে মানুষকে টাকা ইনকামের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতো।
গ্রেফতারদের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে আগামীকাল রোববার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।