প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৫:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
অন্নদা ঠাকুরের আদ্যাপীঠে ৮ হাজার দুঃস্থকে বস্ত্রদান।
অন্নদা ঠাকুরের আদ্যাপীঠে ৮ হাজার দুঃস্থকে বস্ত্রদান।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো"""
আদ্যাপীঠ মন্দিরের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীমৎ অন্নদা ঠাকুরের ১৩৬ তম জন্মশতবার্ষিকী ও ১০৬ তম সিদ্ধোৎসব পালিত হল ১৭ জানুয়ারি।

মানব সেবায় অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সুনাম বিশ্বজনীন। অন্নদা ঠাকুরের ভাবধারার

পথে প্রদর্শিত আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ এদিন সেবামূলক কর্মসূচি হিসেবে ৩০০০ দরিদ্র ব্যক্তিকে কম্বল এবং ৫০০০ দুঃস্থ শিশুকে নতুন বস্ত্র প্রদান করেন।

সারা বছরের বিভিন্ন কর্মসূচির মধ্যে আদ্যাপীঠের এই অনুষ্ঠান সর্বাধিক ভাবে জনপ্রিয়। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে আয়োজিত "সর্ব ধর্মের ভ্রাতৃত্ব ও ঐকতান" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মন্দিরের সেক্রেটারি কাম ট্রাস্টী ব্রহ্মচারী মুরাল ভাই। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়,

মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তাপস চ্যাটার্জী , প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেন, এন কে ডি এ-র চেয়ারম্যান শোভন চ্যাটার্জী, কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা,

অধ্যাপিকা বৈশাখী ব্যানার্জী, ইমামি ফাউন্ডেশনের এম ডি সুশীল কুমার গোয়েঙ্কা, কাউন্সিলর মিঠু বোস, রহিমা বিবি মন্ডল সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আদ্যাপীঠ মন্দিরের অনুষ্ঠান উপলক্ষে এদিন অন্যান্য দিনের তুলনায় ভক্ত ও দর্শনার্থীদের সংখ্যা ছিল চোখে পড়ার মত।

সকল অতিথিবৃন্দ অন্নদা ঠাকুরের সমাজকল্যাণমূলক চিন্তাধারা ও আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠা হওয়ার পিছনে শ্রী রামকৃষ্ণদেবের স্বপ্নাদেশের কথা উল্লেখ করেন।

অন্নদা ঠাকুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিপুল সংখ্যক পিছিয়ে পড়া মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদানের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।

সেমিনারে আলোচনায় অংশগ্রহণকারী সমস্ত বক্তা স্বামী বিবেকানন্দের শিবজ্ঞানে জীবসেবার উদাহরণকে প্রতিষ্ঠার পক্ষে জোর দেন।
পরিস্থিতির বিচারে সর্বধর্ম সমন্বয়ে আদ্যাপীঠ মন্দিরের শৈলীর বিশেষ স্থান রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সনাতন ধর্ম ও তার কল্যাণমূলক দিকগুলি আলোচিত হয়।
সকলেই বলেন, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দের স্মৃতি বিজড়িত পুণ্যধাম দক্ষিণেশ্বর অঞ্চলে প্রতিষ্ঠিত আদ্যাপীঠ মন্দিরের মাহাত্ম্য বরাবর সর্বধর্ম সমন্বয় ও ঐকতানের পতাকা বহন করেছে।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো"""
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.