অন্বেষণ ২০২৫ পাশ্চাত্য বৈদিক সঙ্ঘ ১০০ তম বর্ষে পদার্পণ করলেন , এবং চিত্র প্রদর্শনীর শুভ সূচনা হলো।
“” সম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম, নগর টিভি “”
৮ই জুলাই মঙ্গলবার ঠিক বিকেল সাড়ে পাঁচটা অন্বেষণ ২০২৫, পাশ্চাত্য বৈদিক সঙ্ঘ সাথে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন রোটারি ক্লাব, গ্যালারি গোল্ডে ( 11,আব্দুল রসুল এভিনিউ মেনোকা সিনেমার কাছে রবীন্দ্র সরোবর) , অন্বেষণ ২০২৫ , ১00 তম বর্ষের পাশ্চাত্য বৈদিক সঙ্ঘের এবং চিত্ত প্রদর্শনী শুভ সূচনা হলো ,
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে।
এই প্রদর্শনী চলবে ৮ই জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত, সমস্ত দর্শক ও চিত্রশিল্পীদের দেখার সুযোগ থাকছে , দুপুর প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ,
এখানে প্রায় ২৫ জন শিল্পীর ছবি এই গ্যালারিতে স্থান পেয়েছে এবং পরিবেশিত হয়েছে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ইন্ডিয়ান আর্ট কলেজের প্রফেসর শ্রী অঞ্জন ভট্টাচার্য, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট প্রফেসর শ্রী সব্যসাচী ভট্টাচার্য মহাশয়,
আইনজীবী শ্রী অঞ্জন রায় মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন আর্টিস্ট, পাশ্চাত্য বৈদিক সঙ্ঘের সকল সদস্য এবং সদস্যরা, সহযোগিতার রোটারি ক্লাব সহ অন্যান্যরা।
প্রদীপ উজ্জ্বলনের সুন্দর একটি স্তোত্র পাঠ করেন এবং সংগীত দিয়ে সকলকে এক সূত্রে বাঁধলেন। এরপর একে একে অতিথিদের উত্তরীয় পরিয়ে ব্যাচ পড়িয়ে স্মারক দিয়ে বরণ করে নেন।
এরপর স্বনামধন্য ও অতিথিদের একে একে বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান আনন্দমুখর হয়ে উঠেছিল সবাই মন দিয়ে শুনছিল অতিথিদের বক্তব্য। শিক্ষার প্রসার কালির বর্ণনা কালের বর্ণনা ওহম কিভাবে অহংকার ত্যাগ করতে হয়
ঈশ্বর বিলীন হবে এছাড়াও আইনের সম্বন্ধেও বিভিন্ন ধরনের বক্তব্য এ থেকে আশা করা যায় মানুষের শিক্ষার প্রসার এবং নিজেদের মন পরিবর্তন অবশ্যই সকল মানুষের করা দরকার ।
এছাড়াও বক্তৃতার মধ্যে জানালেন অন্বেষণের এবং পাশ্চাত্য বৈদিক সংঘের যে লোগোটি রয়েছে সেখানে চারটি শব্দ আছে প্রেম , সত্য, সেবা ,এবং কর্ম। এ থেকে বোঝা যায় তাদের আগামী দিনের কর্মসূচি আরো সুন্দর হয়ে উঠবে ,
মানসিকতায় মানুষ শান্তি পাবে। অন্বেষণের এবং পাশ্চাত্য বৈদিক সঙ্গে কর্ণধার আরো বলেন ,
যে গুরু পূর্ণিমায় গুরুদেব হাতে গাছ তুলে দেবার কথা। আমরা সকলেই জানি যে আমাদের প্রথম গুরু
মা এবং বাবা , তারপরে দীক্ষাগুরু। তিনি আর বলেন একটি গাছ লক্ষ প্রাণ বাঁচায়। তাই বৃক্ষ রোপণ অবশ্যই প্রয়োজন, তাই শপথ করলেন সবাই মিলে গাছ লাগাই।